জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রং-তুলি হাতে নিয়ে ব্যস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। কেউ প্লাস্টিকের পাত্রে রং তৈরি করছেন, কেউবা সেই রং দিয়ে রাঙিয়ে তুলছে ক্যাম্পাসের আঙিনা। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি করা হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস।
আগামীকাল মঙ্গলবার বসন্ত বরণকে কেন্দ্র করে রং-তুলির আঁচড়ে ক্যাম্পাসকে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে গ্রামীণ আবহকে তুলে ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চটি সাজানো হচ্ছে দু’পাশে কলা গাছ, কিছু মৌমাছিসহ মৌচাক, কোকিল পাখি ও বিভিন্ন ফুল দিয়ে। এ ছাড়া স্টল থাকবে বিভিন্ন ধরনের পিঠাপুলি। অনুষ্ঠানে আগত সবাই বিভিন্ন গ্রামীণ লোকজ পোশাক পরে আসবেন।
এ বিষয়ে চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটিতে সব সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। এ বিভাগের সবাই সংস্কৃতিমনা। প্রথমবারের মতো আমরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বসন্ত উৎসবের আয়োজন করছি। এতে গ্রামীণ আবহকে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে সবাই গ্রামীণ পোশাক পরিধান করবেন। আমাদের প্রস্তুতি কার্যক্রম আজ সোমবার রাতের মধ্যে শেষ হবে।’
চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ কুমার দাস সাগর বলেন, ‘বিভাগের নবীন শিক্ষার্থী হিসেবে এ রকম আয়োজনে অংশগ্রহণ করা আসলেই আমার জন্য নতুন অভিজ্ঞতা।’
এরই মধ্যে রং-তুলি ও ফুলে ফুলে সেজেছে পুরো ক্যাম্পাস। রং-বেরঙের ফুল আর পাখির কলতান মনে করে দিচ্ছে বসন্ত এসে গেছে। বাতাসে ফুলের সমীরণ জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া কেটে প্রকৃতি সতেজ হতে শুরু করেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রং-তুলি হাতে নিয়ে ব্যস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। কেউ প্লাস্টিকের পাত্রে রং তৈরি করছেন, কেউবা সেই রং দিয়ে রাঙিয়ে তুলছে ক্যাম্পাসের আঙিনা। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি করা হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস।
আগামীকাল মঙ্গলবার বসন্ত বরণকে কেন্দ্র করে রং-তুলির আঁচড়ে ক্যাম্পাসকে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে গ্রামীণ আবহকে তুলে ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চটি সাজানো হচ্ছে দু’পাশে কলা গাছ, কিছু মৌমাছিসহ মৌচাক, কোকিল পাখি ও বিভিন্ন ফুল দিয়ে। এ ছাড়া স্টল থাকবে বিভিন্ন ধরনের পিঠাপুলি। অনুষ্ঠানে আগত সবাই বিভিন্ন গ্রামীণ লোকজ পোশাক পরে আসবেন।
এ বিষয়ে চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটিতে সব সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। এ বিভাগের সবাই সংস্কৃতিমনা। প্রথমবারের মতো আমরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বসন্ত উৎসবের আয়োজন করছি। এতে গ্রামীণ আবহকে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে সবাই গ্রামীণ পোশাক পরিধান করবেন। আমাদের প্রস্তুতি কার্যক্রম আজ সোমবার রাতের মধ্যে শেষ হবে।’
চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ কুমার দাস সাগর বলেন, ‘বিভাগের নবীন শিক্ষার্থী হিসেবে এ রকম আয়োজনে অংশগ্রহণ করা আসলেই আমার জন্য নতুন অভিজ্ঞতা।’
এরই মধ্যে রং-তুলি ও ফুলে ফুলে সেজেছে পুরো ক্যাম্পাস। রং-বেরঙের ফুল আর পাখির কলতান মনে করে দিচ্ছে বসন্ত এসে গেছে। বাতাসে ফুলের সমীরণ জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া কেটে প্রকৃতি সতেজ হতে শুরু করেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৭ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৭ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে