পল্লব আহমেদ সিয়াম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও বিশ্ববিদ্যালয়টিতে নেই গবেষণা সেল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গবেষণা সেল হচ্ছে একটি প্রতিষ্ঠানের গবেষণা সংক্রান্ত বিভাগ। যা গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, চৌর্যবৃত্তি রোধ, অর্থায়ন ও মান উন্নয়নের বিষয়টি দেখভাল করে। চার দশকেও ইবি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি। এর পেছনে গবেষণা খাতের দুর্বলতাকেই বড় কারণ বলে মনে করেন শিক্ষকেরা।
গবেষকেরা জানান, গবেষণায় যে বাজেট দেওয়া হয় তা খুবই কম। বরাদ্দগুলো যোগ্য-অযোগ্য সবাই পায়। কেন্দ্রীয় সেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দিয়ে গবেষণা প্রজেক্ট মূল্যায়ন করা হলে এবং সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হলে গবেষণার মান আরও উন্নত হবে।
কনফারেন্সে প্রেজেন্টেশনের ফি প্রদান করতে হবে। এক থেকে দুই বছরের প্রজেক্টের জন্য পাঁচ থেকে দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া উচিত। যাঁরা গবেষণা করেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে সেগুলো স্বীকৃতি পায় না। এ জন্য পূর্ণাঙ্গ একটি গবেষণা সেলের প্রয়োজন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছি। একটিতেও বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাইনি। গবেষণায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ইকুইপমেন্টের। ডাটা অ্যানালাইসিসের জন্যও কিছু সফটওয়্যার চড়া দামে কিনতে হয়। তাই শিক্ষার্থীদের জন্য গবেষণা সেল অপরিহার্য বিষয়।’
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ গবেষণা সেলের অভাববোধ করছি। আমাদের ওয়েবসাইট আপডেট না। আমার এক শোর বেশি জার্নাল পাবলিশ হয়েছে। গবেষণা সেল থাকলে আমার প্রজেক্টগুলো পাবলিক থাকত। প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে প্রথমে গবেষণা সেলে প্রজেক্ট যাবে। পরে রিভিউ কমিটি মূল্যায়ন করবে। গবেষণা সেলের মাধ্যমেই প্রজেক্ট সাবমিট হবে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের বছরে একটি আন্তর্জাতিক মানের জার্নাল প্রকাশের বাধ্যবাধকতা থাকা উচিত।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিভাগগুলো আবেদন করলে আমরা গবেষণা সেল করব। বিশ্ববিদ্যালয়ে রিসার্চ প্রকাশনা হয় তবে সেটা সংশ্লিষ্ট পক্ষকে পাঠানো হয় না। আমি চেষ্টা করব প্রকাশনাগুলোকে সংশ্লিষ্ট পক্ষকে পাঠানোর। যাতে তাঁরা বুঝতে পারে এ বিষয়ে একটা গবেষণা হয়েছে। আগামী বছর থেকে রিসার্চের জন্য বাজেট বাড়ানো হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও বিশ্ববিদ্যালয়টিতে নেই গবেষণা সেল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গবেষণা সেল হচ্ছে একটি প্রতিষ্ঠানের গবেষণা সংক্রান্ত বিভাগ। যা গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, চৌর্যবৃত্তি রোধ, অর্থায়ন ও মান উন্নয়নের বিষয়টি দেখভাল করে। চার দশকেও ইবি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি। এর পেছনে গবেষণা খাতের দুর্বলতাকেই বড় কারণ বলে মনে করেন শিক্ষকেরা।
গবেষকেরা জানান, গবেষণায় যে বাজেট দেওয়া হয় তা খুবই কম। বরাদ্দগুলো যোগ্য-অযোগ্য সবাই পায়। কেন্দ্রীয় সেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দিয়ে গবেষণা প্রজেক্ট মূল্যায়ন করা হলে এবং সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হলে গবেষণার মান আরও উন্নত হবে।
কনফারেন্সে প্রেজেন্টেশনের ফি প্রদান করতে হবে। এক থেকে দুই বছরের প্রজেক্টের জন্য পাঁচ থেকে দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া উচিত। যাঁরা গবেষণা করেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে সেগুলো স্বীকৃতি পায় না। এ জন্য পূর্ণাঙ্গ একটি গবেষণা সেলের প্রয়োজন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেছি। একটিতেও বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাইনি। গবেষণায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ইকুইপমেন্টের। ডাটা অ্যানালাইসিসের জন্যও কিছু সফটওয়্যার চড়া দামে কিনতে হয়। তাই শিক্ষার্থীদের জন্য গবেষণা সেল অপরিহার্য বিষয়।’
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ গবেষণা সেলের অভাববোধ করছি। আমাদের ওয়েবসাইট আপডেট না। আমার এক শোর বেশি জার্নাল পাবলিশ হয়েছে। গবেষণা সেল থাকলে আমার প্রজেক্টগুলো পাবলিক থাকত। প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে প্রথমে গবেষণা সেলে প্রজেক্ট যাবে। পরে রিভিউ কমিটি মূল্যায়ন করবে। গবেষণা সেলের মাধ্যমেই প্রজেক্ট সাবমিট হবে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের বছরে একটি আন্তর্জাতিক মানের জার্নাল প্রকাশের বাধ্যবাধকতা থাকা উচিত।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিভাগগুলো আবেদন করলে আমরা গবেষণা সেল করব। বিশ্ববিদ্যালয়ে রিসার্চ প্রকাশনা হয় তবে সেটা সংশ্লিষ্ট পক্ষকে পাঠানো হয় না। আমি চেষ্টা করব প্রকাশনাগুলোকে সংশ্লিষ্ট পক্ষকে পাঠানোর। যাতে তাঁরা বুঝতে পারে এ বিষয়ে একটা গবেষণা হয়েছে। আগামী বছর থেকে রিসার্চের জন্য বাজেট বাড়ানো হবে।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকিরহাট গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মো. চান মিয়া নামে এক দরিদ্র চা-দোকানির বসতবাড়িসহ দোকানঘরসংলগ্ন জমি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই গ্রামের ‘আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.’-এর পরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...
৪ মিনিট আগেট্রেন যাত্রীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে আসেন।
৮ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেচিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
৩৫ মিনিট আগে