ইবি প্রতিনিধি
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে। তবে এখানে মাদক প্রতিরোধে প্রশাসন চার দশকেও নেয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের কেউ কেউ আগে থেকেই মাদকাসক্ত থাকেন এবং উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে ধীরে ধীরে এর বিস্তার ঘটান। প্রশাসনের সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে তা রোধ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতি ঠেকাতে ২০১৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করে।
শিক্ষার্থীরা জানান, ডোপ টেস্ট চালু হলে মাদকাসক্ত শিক্ষার্থীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে দেশের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হলেও ইবিতে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আতিফ মো. রাহিব বলেন, ‘ইবি প্রায়ই মাদকের কারণে সংবাদের শিরোনাম হয়। কাউকে কাউকে সেফ হাউসে পাঠাতে হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ রাখতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কোনো বিকল্প নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম এয়াকুব আলী বলেন, ‘ডোপ টেস্টের সুপারিশের ব্যাপারে আমার জানা নেই। ক্যাম্পাসে মাদকসেবন, ব্যবসা বা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যারা মাদক সেবন করে, তাঁদের ধরতে পারলে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনতে হবে।’
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে। তবে এখানে মাদক প্রতিরোধে প্রশাসন চার দশকেও নেয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের কেউ কেউ আগে থেকেই মাদকাসক্ত থাকেন এবং উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে ধীরে ধীরে এর বিস্তার ঘটান। প্রশাসনের সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে তা রোধ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতি ঠেকাতে ২০১৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করে।
শিক্ষার্থীরা জানান, ডোপ টেস্ট চালু হলে মাদকাসক্ত শিক্ষার্থীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে দেশের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হলেও ইবিতে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আতিফ মো. রাহিব বলেন, ‘ইবি প্রায়ই মাদকের কারণে সংবাদের শিরোনাম হয়। কাউকে কাউকে সেফ হাউসে পাঠাতে হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ রাখতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কোনো বিকল্প নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম এয়াকুব আলী বলেন, ‘ডোপ টেস্টের সুপারিশের ব্যাপারে আমার জানা নেই। ক্যাম্পাসে মাদকসেবন, ব্যবসা বা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যারা মাদক সেবন করে, তাঁদের ধরতে পারলে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনতে হবে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে