Ajker Patrika

ইবিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৫, ২১: ৫৮
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে। তবে এখানে মাদক প্রতিরোধে প্রশাসন চার দশকেও নেয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের কেউ কেউ আগে থেকেই মাদকাসক্ত থাকেন এবং উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে ধীরে ধীরে এর বিস্তার ঘটান। প্রশাসনের সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে তা রোধ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতি ঠেকাতে ২০১৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করে।

শিক্ষার্থীরা জানান, ডোপ টেস্ট চালু হলে মাদকাসক্ত শিক্ষার্থীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে দেশের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হলেও ইবিতে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আতিফ মো. রাহিব বলেন, ‘ইবি প্রায়ই মাদকের কারণে সংবাদের শিরোনাম হয়। কাউকে কাউকে সেফ হাউসে পাঠাতে হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ রাখতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কোনো বিকল্প নেই।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম এয়াকুব আলী বলেন, ‘ডোপ টেস্টের সুপারিশের ব্যাপারে আমার জানা নেই। ক্যাম্পাসে মাদকসেবন, ব্যবসা বা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যারা মাদক সেবন করে, তাঁদের ধরতে পারলে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত