চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আব্দুল খালেক এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ঈদগাহ পাড়ার নাজমুল হক।
জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন এক মেয়েশিশুকে ডালিম দেওয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে খালেককে আসামি করে পরদিন জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন একই বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন নাজমুল। সেই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে নাজমুলকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালীন উপপরিদর্শক খসরু আলম।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায়ে ভুক্তভোগীদের পরিবার সন্তুষ্ট। এসব রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।
চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আব্দুল খালেক এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ঈদগাহ পাড়ার নাজমুল হক।
জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন এক মেয়েশিশুকে ডালিম দেওয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে খালেককে আসামি করে পরদিন জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন একই বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন নাজমুল। সেই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে নাজমুলকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালীন উপপরিদর্শক খসরু আলম।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায়ে ভুক্তভোগীদের পরিবার সন্তুষ্ট। এসব রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১২ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৫ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৫ মিনিট আগে