Ajker Patrika

যশোরে ৬ ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২১: ৪৩
যশোরে ৬ ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটি

যশোরের ঝিকরগাছায় ছয় ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি করা হয়েছে। আজ সোমবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ইউনিয়নগুলো হলো গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ, মাগুরা ইউনিয়ন, পানিসারা ইউনিয়ন, ঝিকরগাছা সদর ইউনিয়ন, নাভারণ ইউনিয়ন ও বাঁকড়া ইউনিয়ন পরিষদ।

গঙ্গানন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন। মাগুরা ইউনিয়নে সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু ও সাধারণ সম্পাদক হাশেম আলী। পানিসারা ইউনিয়নে সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হাসানুর রহমান। ঝিকরগাছা সদরে সভাপতি তবিবর রহমান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। নাভারণ ইউনিয়নে সভাপতি ফারুক শিকদার রবি ও সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম। বাঁকড়া ইউনিয়নে সভাপতি নুরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জুয়েল রানা। 

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি গঠনের আগে আমরা প্রতিটি ইউনিয়নে কর্মিসভা করেছি। এর আগে পাঁচটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছিল। বাকি ছয় ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠন সম্পন্ন হলো।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত