যশোর প্রতিনিধি
যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার ২৬ বছর পূর্তি আজ ৬ মার্চ। ১৯৯৯ সালের এই দিনে যশোর টাউন হল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দুটি বোমা হামলা চালানো হয়। এতে শিল্পীসহ ১০ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হয়।
এ ঘটনায় করা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা রায়ে খালাস পেয়ে যান। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত করা হলেও ১৫ বছর ধরে বিচার ঝুলে আছে।
হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার আক্ষেপ নিয়ে আজ দিবসটি পালনের উদ্যোগ নিয়েছেন উদীচী শিল্পীগোষ্ঠী।
তৎকালীন সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে মামলার সুষ্ঠু বিচার হয়নি। আমি দায়িত্ব নেওয়ার পর মামলাসংক্রান্ত শুনানি বা কার্যক্রম হয়নি। সৈয়দ সাবেরুল হক সাবু , পিপি যশোর জেলা ও দায়রা জজ আদালত
জানা গেছে, বোমা হামলায় নিহত ১০ জন হলেন নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, নূর ইসলাম, ইলিয়াস মুন্সী, বাবুল সূত্রধর, শাহ আলম মিলন, মোহাম্মদ বুলু, রতন কুমার বিশ্বাস, শাহ আলম পিন্টু ও বাবু রামকৃষ্ণ।
আদালত সূত্রে জানা গেছে, উদীচীর সম্মেলনে বোমা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। প্রথমে যশোরের কোতোয়ালি পুলিশ মামলার তদন্ত শুরু করে। পরে তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়। তদন্ত শেষে ওই বছরের ১৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। পরে অভিযোগ গঠনের সময় হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে তরিকুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর ৭ বছর পর ২০০৬ সালের ৩০ মে সব আসামি খালাস দিয়ে মামলার রায় হয়।
উদীচী হামলায় নিহত তপনের বড় বোন নাজমুন সুলতানা বিউটি বলেন, ‘আজ ২৬ বছর হয়েছে ভাইকে হারিয়েছি। সারা বছরই কষ্ট নিয়ে দিন কাটে। আমার মা শয্যাশায়ী। আমরা এই হত্যার বিচার দেখতে চাই। প্রত্যেক বছর সাংবাদিকেরা বিষয়টি সামনে নিয়ে আসেন। সবাই এই হত্যাকাণ্ডের বিচারের আশায় আছেন। কিন্তু জেগে ঘুমিয়ে থাকলে ঘুম ভাঙানো যায় না। আমরা চাই, ভাই হত্যার বিচার হোক। রাষ্ট্রের কাছে এই একটাই আবেদন।’
যশোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তৎকালীন সরকার সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে উদীচী হত্যা মামলায় জড়িয়েছিল। অথচ তরিকুল ইসলামই সেই সময় সর্বাগ্রে ছুটে আসেন। তৎকালীন সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে মামলার সুষ্ঠু বিচার হয়নি। তবে তিনি দায়িত্ব গ্রহণের পর উদীচী মামলাসংক্রান্ত কোনো শুনানি বা কার্যক্রম হয়নি।’
যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার ২৬ বছর পূর্তি আজ ৬ মার্চ। ১৯৯৯ সালের এই দিনে যশোর টাউন হল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দুটি বোমা হামলা চালানো হয়। এতে শিল্পীসহ ১০ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হয়।
এ ঘটনায় করা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা রায়ে খালাস পেয়ে যান। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত করা হলেও ১৫ বছর ধরে বিচার ঝুলে আছে।
হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার আক্ষেপ নিয়ে আজ দিবসটি পালনের উদ্যোগ নিয়েছেন উদীচী শিল্পীগোষ্ঠী।
তৎকালীন সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে মামলার সুষ্ঠু বিচার হয়নি। আমি দায়িত্ব নেওয়ার পর মামলাসংক্রান্ত শুনানি বা কার্যক্রম হয়নি। সৈয়দ সাবেরুল হক সাবু , পিপি যশোর জেলা ও দায়রা জজ আদালত
জানা গেছে, বোমা হামলায় নিহত ১০ জন হলেন নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, নূর ইসলাম, ইলিয়াস মুন্সী, বাবুল সূত্রধর, শাহ আলম মিলন, মোহাম্মদ বুলু, রতন কুমার বিশ্বাস, শাহ আলম পিন্টু ও বাবু রামকৃষ্ণ।
আদালত সূত্রে জানা গেছে, উদীচীর সম্মেলনে বোমা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। প্রথমে যশোরের কোতোয়ালি পুলিশ মামলার তদন্ত শুরু করে। পরে তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়। তদন্ত শেষে ওই বছরের ১৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। পরে অভিযোগ গঠনের সময় হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে তরিকুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর ৭ বছর পর ২০০৬ সালের ৩০ মে সব আসামি খালাস দিয়ে মামলার রায় হয়।
উদীচী হামলায় নিহত তপনের বড় বোন নাজমুন সুলতানা বিউটি বলেন, ‘আজ ২৬ বছর হয়েছে ভাইকে হারিয়েছি। সারা বছরই কষ্ট নিয়ে দিন কাটে। আমার মা শয্যাশায়ী। আমরা এই হত্যার বিচার দেখতে চাই। প্রত্যেক বছর সাংবাদিকেরা বিষয়টি সামনে নিয়ে আসেন। সবাই এই হত্যাকাণ্ডের বিচারের আশায় আছেন। কিন্তু জেগে ঘুমিয়ে থাকলে ঘুম ভাঙানো যায় না। আমরা চাই, ভাই হত্যার বিচার হোক। রাষ্ট্রের কাছে এই একটাই আবেদন।’
যশোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তৎকালীন সরকার সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে উদীচী হত্যা মামলায় জড়িয়েছিল। অথচ তরিকুল ইসলামই সেই সময় সর্বাগ্রে ছুটে আসেন। তৎকালীন সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে মামলার সুষ্ঠু বিচার হয়নি। তবে তিনি দায়িত্ব গ্রহণের পর উদীচী মামলাসংক্রান্ত কোনো শুনানি বা কার্যক্রম হয়নি।’
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৪ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৪ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৬ ঘণ্টা আগে