খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি ও উপাচার্যের (ভিসি) পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে জড়ো হয়ে সমাবেশ ও বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাঁরা এই লাল কার্ড দেখান।
জানা গেছে, শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছে।
কুয়েটে কর্মসূচিতে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা হচ্ছে আমাদের মূল দাবি। এখন যাঁরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার জন্য কাজ করেছিলেন, তাঁদের বহিষ্কার করতে হবে। ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে। তিনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে বয়কট ও বর্জন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
জানা গেছে, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অনেকে শিক্ষার্থী আহত হন। তাঁদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েটের চিকিৎসাকেন্দ্রসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা গতকাল বুধবার বেলা ১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপর দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়েটের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার রাত থেকে ভিসি অধ্যাপক ড. মাছুদ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে অবস্থান করছিলেন। অসুস্থ থাকার কারণে তিনি সেখানে অবস্থান করার কথা জানালেও সারা রাত তাঁকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তবে বুধবার বেলা সাড়ে ৩টার পর শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন কুয়েট ভিসি।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি–নর্থ) মো. নাজমুল হাসান রাজীব আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়েট ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি ও উপাচার্যের (ভিসি) পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে জড়ো হয়ে সমাবেশ ও বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাঁরা এই লাল কার্ড দেখান।
জানা গেছে, শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছে।
কুয়েটে কর্মসূচিতে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা হচ্ছে আমাদের মূল দাবি। এখন যাঁরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার জন্য কাজ করেছিলেন, তাঁদের বহিষ্কার করতে হবে। ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে। তিনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে বয়কট ও বর্জন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
জানা গেছে, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অনেকে শিক্ষার্থী আহত হন। তাঁদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েটের চিকিৎসাকেন্দ্রসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা গতকাল বুধবার বেলা ১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপর দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়েটের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার রাত থেকে ভিসি অধ্যাপক ড. মাছুদ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে অবস্থান করছিলেন। অসুস্থ থাকার কারণে তিনি সেখানে অবস্থান করার কথা জানালেও সারা রাত তাঁকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তবে বুধবার বেলা সাড়ে ৩টার পর শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন কুয়েট ভিসি।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি–নর্থ) মো. নাজমুল হাসান রাজীব আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়েট ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২৩ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে