Ajker Patrika

বিএনপি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়: পরশ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০: ০২
বিএনপি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়: পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকাতে চায়। সত্য দিয়ে তাদের পরাজিত করতে হবে। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থা আপনাদের পছন্দ। এই জন্য তাদের কেউ বিশ্বাস করে না। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না। রাজনীতির গুণগতমানে ধ্যান দেন। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন।’ 

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘সাহস থাকলে নির্বাচনে আসুন। নির্বাচনে এসে প্রমাণ করুন জনগণ কাদের সঙ্গে আছে।’  

আজ মঙ্গলবার খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। 

শেখ হেলাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্জনসমূহকে ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’ 

যুবলীগের সম্মেলন উদ্বোধনজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান। সম্মানিত অতিথি নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। 

বিশেষ বক্তা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সোহাগ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত