Ajker Patrika

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর এক বালক। আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের রঘুনাথনগর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন রনি উপজেলার আলীপুর গ্রামের সামছুর রহমানের ছেলে এবং রঘুনাথনগর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। উপজেলার বল্লা গ্রামে নানা বাড়িতে থাকত রনি। আহত নুর ইসলাম বল্লা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিকরগাছাগামী দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রনি। গুরুতর আহতাবস্থায় নুর ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম বলেন, রনি মোটরসাইকেল চালাচ্ছিল। রঘুনাথনগর কলেজের সামনে পৌঁছালে একজনকে পাশ দিতে গিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেলে গতি থাকায় গাছটি ভেঙে যায়। ঘটনাস্থলে রনির মৃত্যু হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় আব্দুল্লাহ আল মামুন রনি। গুরুতর আহত নুর ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, চালক মারা গেছে। যদি কোনো অভিযোগ না থাকে তাহলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত