ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের রামনগর গ্রামের একটি কলাখেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসলাম হোসেন (৪৬)। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
মৃতদেহের পাশ থেকে শাবল, পলিথিনে রাখা বেগুন-শিম, নগদ টাকাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে কিছু দূরে একটি আমবাগানে রক্তমাখা শীতের কিছু কাপড়, কাঁচি পাওয়া যায়।
আসলাম হোসেন পাবনা জেলার চাটমোহর থানার বহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কলাখেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মেম্বার ও চেয়ারম্যানকে জানালে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ আসলাম হোসেনের বলে শনাক্ত করে। তবে এই ব্যক্তিকে আমাদের এলাকায় আগে কখনো দেখিনি আমরা।’
সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম জানান, আসলাম হোসেন হয়তো এখানে কাজের সন্ধানে এসেছিলেন। কিন্তু রামনগর গ্রামের কোনো বাড়িতে তিনি কাজ করতেন না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, আজ শনিবার ভোরের দিকে শাবল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা, ঠিক কী কারণে এবং কীভাবে হত্যা করেছে—বিষয়টি তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঝিনাইদহ সদরের রামনগর গ্রামের একটি কলাখেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসলাম হোসেন (৪৬)। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
মৃতদেহের পাশ থেকে শাবল, পলিথিনে রাখা বেগুন-শিম, নগদ টাকাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে কিছু দূরে একটি আমবাগানে রক্তমাখা শীতের কিছু কাপড়, কাঁচি পাওয়া যায়।
আসলাম হোসেন পাবনা জেলার চাটমোহর থানার বহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কলাখেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মেম্বার ও চেয়ারম্যানকে জানালে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ আসলাম হোসেনের বলে শনাক্ত করে। তবে এই ব্যক্তিকে আমাদের এলাকায় আগে কখনো দেখিনি আমরা।’
সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম জানান, আসলাম হোসেন হয়তো এখানে কাজের সন্ধানে এসেছিলেন। কিন্তু রামনগর গ্রামের কোনো বাড়িতে তিনি কাজ করতেন না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, আজ শনিবার ভোরের দিকে শাবল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা, ঠিক কী কারণে এবং কীভাবে হত্যা করেছে—বিষয়টি তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১২ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৬ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে