Ajker Patrika

এক মাসও টিকল না কোটি টাকার পাকা রাস্তা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 
যশোরের ঝিকরগাছার বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়। ছবি: আজকের পত্রিকা
যশোরের ঝিকরগাছার বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের ঝিকরগাছায় ১ কোটি টাকার পাকা রাস্তা নির্মাণের মাত্র ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। ধসে গেছে আরও দুটি জায়গা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।

সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড় একটি গর্তে ঠিকাদারের লোকজন ইটের খোয়া ফেলছেন। গর্তটি গভীর ও বিস্তৃত। রাস্তার সিরার পুকুর এবং মোমরেজ আলীর বাড়ির পেছনের অংশেও ধস নেমেছে।

স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে গিয়ে দেখি রাস্তা বসে গিয়ে বড় গর্ত হয়েছে। আমরা তালপাতার মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি, যাতে কেউ পড়ে না যায়।’

আরেক বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মনি বলেন, ‘রাস্তাটির কাজ একদম ভালো হয়নি। শেষ হওয়ার সপ্তাহ না যেতেই নষ্ট হতে শুরু করল। এখনই পিচ উঠে যাচ্ছে।’

তবে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল ইসলাম তুষার দাবি করেন, ‘কাজ খারাপ করা হয়নি। সব কাজ ইঞ্জিনিয়ার অফিসের উপস্থিতিতে হয়েছে। গর্তের জায়গায় নিচের কার্লভাট সরে যাওয়ায় এমনটা হয়েছে।’

ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে নিচে থাকা একটি পাইপ এবং আরেক জায়গায় সোল্ডার ভেঙে পানি জমার কারণে সমস্যা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত