ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ১ কোটি টাকার পাকা রাস্তা নির্মাণের মাত্র ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। ধসে গেছে আরও দুটি জায়গা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড় একটি গর্তে ঠিকাদারের লোকজন ইটের খোয়া ফেলছেন। গর্তটি গভীর ও বিস্তৃত। রাস্তার সিরার পুকুর এবং মোমরেজ আলীর বাড়ির পেছনের অংশেও ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে গিয়ে দেখি রাস্তা বসে গিয়ে বড় গর্ত হয়েছে। আমরা তালপাতার মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি, যাতে কেউ পড়ে না যায়।’
আরেক বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মনি বলেন, ‘রাস্তাটির কাজ একদম ভালো হয়নি। শেষ হওয়ার সপ্তাহ না যেতেই নষ্ট হতে শুরু করল। এখনই পিচ উঠে যাচ্ছে।’
তবে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল ইসলাম তুষার দাবি করেন, ‘কাজ খারাপ করা হয়নি। সব কাজ ইঞ্জিনিয়ার অফিসের উপস্থিতিতে হয়েছে। গর্তের জায়গায় নিচের কার্লভাট সরে যাওয়ায় এমনটা হয়েছে।’
ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে নিচে থাকা একটি পাইপ এবং আরেক জায়গায় সোল্ডার ভেঙে পানি জমার কারণে সমস্যা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে।’
যশোরের ঝিকরগাছায় ১ কোটি টাকার পাকা রাস্তা নির্মাণের মাত্র ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। ধসে গেছে আরও দুটি জায়গা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড় একটি গর্তে ঠিকাদারের লোকজন ইটের খোয়া ফেলছেন। গর্তটি গভীর ও বিস্তৃত। রাস্তার সিরার পুকুর এবং মোমরেজ আলীর বাড়ির পেছনের অংশেও ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে গিয়ে দেখি রাস্তা বসে গিয়ে বড় গর্ত হয়েছে। আমরা তালপাতার মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি, যাতে কেউ পড়ে না যায়।’
আরেক বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মনি বলেন, ‘রাস্তাটির কাজ একদম ভালো হয়নি। শেষ হওয়ার সপ্তাহ না যেতেই নষ্ট হতে শুরু করল। এখনই পিচ উঠে যাচ্ছে।’
তবে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল ইসলাম তুষার দাবি করেন, ‘কাজ খারাপ করা হয়নি। সব কাজ ইঞ্জিনিয়ার অফিসের উপস্থিতিতে হয়েছে। গর্তের জায়গায় নিচের কার্লভাট সরে যাওয়ায় এমনটা হয়েছে।’
ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে নিচে থাকা একটি পাইপ এবং আরেক জায়গায় সোল্ডার ভেঙে পানি জমার কারণে সমস্যা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ২ জুলাই বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।
১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেছেন, এনসিপির কার্যালয় হবে দেশের নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের আশ্রয়স্থল। আজ শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩ মিনিট আগে‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’ এক ভিডিওতে এভাবেই হুমকি দিয়ে কথা বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। তাঁর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ শুক্রবার দুপুরে এমন একটি ভিডিও নজরে আসে
১০ মিনিট আগেজানা গেছে, কিছুদিন ধরে আব্দুল মান্নানের ছোট বোন শারীরিকভাবে অসুস্থ। গতকাল সন্ধ্যায় বোনকে দেখতে তিনি পরিবার নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পেকুয়া বাজার থেকে চকরিয়া যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এরপর রাত ৮টার দিকে গাড়িটি বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন।
১৭ মিনিট আগে