Ajker Patrika

বাংলাদেশের পাঁচ বনজীবী ভারতীয় বনরক্ষীদের হাতে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশের পাঁচ বনজীবী ভারতীয় বনরক্ষীদের হাতে আটক

বাংলাদেশের পাঁচ বনজীবীকে আটক করেছে ভারতীয় সুন্দরবনের বাগমারা স্টেশনের বনরক্ষীরা। ভারতীয় সীমানায় গিয়ে মধু সংগ্রহের অভিযোগে গত শুক্রবার দুপুরে গুরকুন্ড জঙ্গল থেকে তাঁদের আটক করা হয়। গত শনিবার সকালে আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।

আটক বনজীবীরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আসাদুল ইসলাম, অলিউর রহমান, মফিজুর রহমান, আলমগীর গাজী ও শেখ শহিদুল ইসলাম।

আটক আসাদুল ইসলামের ভাই খোকন গাজী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তাঁরা পাঁচজন গত ১৭ এপ্রিল সুন্দরবনে যান। সুন্দরবনের সীমান্তবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় ভারতীয় বনরক্ষীরা তাঁদের আটক করে কোস্টাল থানায় সোপর্দ করে। এ সময় তাঁদের সংগৃহীত চার মণ মধু, মোমসহ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানকার বনরক্ষীরা নিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ায় এসব বনজীবীকে আটক করা হয়েছে। ভারতীয় বনরক্ষীদের ‘অপারেশন গোল্ডেন হানি’ চলার সময় সেখানকার সুন্দরবনে বাইরের বনজীবীদের উপস্থিতি টের পেয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত