Ajker Patrika

পেট্রল নিয়ে খেলতে গিয়ে মুখ পুড়ল যুবকের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬: ০৭
পেট্রল নিয়ে খেলতে গিয়ে মুখ পুড়ল যুবকের

মামাতো ভাইয়ের সুন্নতে খতনা অনুষ্ঠানে মুখে পেট্রল নিয়ে খেলা দেখাতে গিয়ে আগুনে পুড়ে আহত হয়েছেন অমিত হোসেন (২২)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কোটচাঁদপুরের সাবদারপুর মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

অমিত হোসেন উপজেলার কাগমারি গ্রামের বরকত আলীর ছেলে। আর তাঁর মামাতো ভাই সাজিম সাবদারপুর মাদ্রাসাপাড়ার শাহারুল ইসলামের ছেলে। 

প্রতিবেশী ইমান আলী বলেন, অমিতের মামাতো ভাই সাজিম হোসেন (৭)। মঙ্গলবার সাজিমের ছিল সুন্নতে খতনা অনুষ্ঠান। অমিত ওই অনুষ্ঠানে আসা আত্মীয়দের মুখে পেট্রল নিয়ে আগুন জ্বালানোর খেলা দেখাতে যান। এ সময় আগুনে পুড়ে যায় অমিতের মুখের বেশ কিছু অংশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। 

এ বিষয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফসান রহমান জানান, আগুনে ওই যুবকের মুখের ১০ ভাগ পুড়ে গেছে। এখন পর্যন্ত তেমন সমস্যা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত