চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
‘পীযূষ কান্তি রায় আমার প্রতিবেশী। তিনি ছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক। তাঁর ইশারায় চিতলমারীর সবকিছু চলত। অপকর্ম চালাতে তিনি উপজেলায় একটি সিন্ডিকেট বাহিনী গড়ে তোলেন। আর এই পীযূষ বাহিনীর হাত থেকে জীবন বাঁচতে আমি যুবলীগে নাম লিখিয়েছিলাম। আর কোনো দিন নিজেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করব না।’
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে এ কথাগুলো বলছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী মো. আলমগীর খান (৬০)। তিনি ওই গ্রামের মৃত শাহাজান খানের ছেলে। আজ শনিবার দুপুর ১২টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর খান বলেন, ‘ভালো-মন্দ বোঝার পর থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত ছিলাম। আমার ছোট ছেলে চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিল। কিন্তু গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় আমার ও আমার দুই ছেলের ওপর হুলিয়া জারি করে। আমাদের সপরিবারে আওয়ামী লীগে যোগ দিতে বলেন। আমি তাতে রাজি না হওয়ায় সেই সময় তার স্কুল থেকে আমার ছোট ছেলে আরমানকে বের করে দেয়। আমি তাকে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। এরপর আমাদের তিনজনের ওপর পুলিশের নির্যাতন শুরু হয়।’
আলমগীর খান আরও বলেন, ‘জীবন ও পরিবারের সম্মান বাঁচাতে আমি যুবলীগে যোগ দেই। আমাকে চরবানিয়ারী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি করা হয়। কিন্তু আমি মন থেকে কখনো যুবলীগ করিনি। শুধুমাত্র পীযূষ বাহিনীর হাত থেকে রক্ষা ও পুলিশের হয়রানি থেকে বাঁচতে যুবলীগে নাম লিখিয়েছিলাম। কিন্তু আজ থেকে স্বজ্ঞানে, সুস্থ মাথায় আমি ইউনিয়ন যুবলীগের ওই পদ থেকে পদত্যাগ করলাম। আমি জীবনে কোনো দিন আর আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করব না। তাই ভবিষ্যতে আমি যাতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারি, সে জন্য গ্রামবাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— স্থানীয় মো. আবু জাফর মোল্লা, মো. শহীদুল ইসলাম, আবু সাইদ হাওলাদার ও মিজান বাওয়ালী প্রমুখ।
আরও খবর পড়ুন:
‘পীযূষ কান্তি রায় আমার প্রতিবেশী। তিনি ছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক। তাঁর ইশারায় চিতলমারীর সবকিছু চলত। অপকর্ম চালাতে তিনি উপজেলায় একটি সিন্ডিকেট বাহিনী গড়ে তোলেন। আর এই পীযূষ বাহিনীর হাত থেকে জীবন বাঁচতে আমি যুবলীগে নাম লিখিয়েছিলাম। আর কোনো দিন নিজেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করব না।’
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে এ কথাগুলো বলছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী মো. আলমগীর খান (৬০)। তিনি ওই গ্রামের মৃত শাহাজান খানের ছেলে। আজ শনিবার দুপুর ১২টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর খান বলেন, ‘ভালো-মন্দ বোঝার পর থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত ছিলাম। আমার ছোট ছেলে চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিল। কিন্তু গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় আমার ও আমার দুই ছেলের ওপর হুলিয়া জারি করে। আমাদের সপরিবারে আওয়ামী লীগে যোগ দিতে বলেন। আমি তাতে রাজি না হওয়ায় সেই সময় তার স্কুল থেকে আমার ছোট ছেলে আরমানকে বের করে দেয়। আমি তাকে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। এরপর আমাদের তিনজনের ওপর পুলিশের নির্যাতন শুরু হয়।’
আলমগীর খান আরও বলেন, ‘জীবন ও পরিবারের সম্মান বাঁচাতে আমি যুবলীগে যোগ দেই। আমাকে চরবানিয়ারী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি করা হয়। কিন্তু আমি মন থেকে কখনো যুবলীগ করিনি। শুধুমাত্র পীযূষ বাহিনীর হাত থেকে রক্ষা ও পুলিশের হয়রানি থেকে বাঁচতে যুবলীগে নাম লিখিয়েছিলাম। কিন্তু আজ থেকে স্বজ্ঞানে, সুস্থ মাথায় আমি ইউনিয়ন যুবলীগের ওই পদ থেকে পদত্যাগ করলাম। আমি জীবনে কোনো দিন আর আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করব না। তাই ভবিষ্যতে আমি যাতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারি, সে জন্য গ্রামবাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— স্থানীয় মো. আবু জাফর মোল্লা, মো. শহীদুল ইসলাম, আবু সাইদ হাওলাদার ও মিজান বাওয়ালী প্রমুখ।
আরও খবর পড়ুন:
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে