চুয়াডাঙ্গা প্রতিনিধি
নারী কেলেঙ্কারি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বরখাস্ত সংক্রান্ত চিঠি অভিযুক্তদের কাছে হস্তান্তর করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন–সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন ও সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির গত ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। তারা নোটিশ গ্রহণ করেছেন।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করা এবং সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সকালে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন এবং সহকারী অধ্যাপক রুহুল আমিন মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে বিধিমোতাবেক শ্রেণি কার্যক্রম পরিচালনার বিরোধিতা করে অসদাচরণ ও অশ্লীল গালিগালাজ করেন। এ সময় সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) আবুল হাশেম ও প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মাসুদুর রহমান প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে রক্তাক্ত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে উচ্চতর বেতনের আবেদন করার বিষয় প্রমাণিত হয়।
এসব বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষককে দু’দফা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এ কারণে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির গত ২৮ ফেব্রুয়ারির সভায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আজকের পত্রিকাকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করার অপরাধে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এটি পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক বিধি মেনে করা হয়েছে।’
নারী কেলেঙ্কারি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বরখাস্ত সংক্রান্ত চিঠি অভিযুক্তদের কাছে হস্তান্তর করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন–সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন ও সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির গত ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। তারা নোটিশ গ্রহণ করেছেন।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করা এবং সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সকালে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজন এবং সহকারী অধ্যাপক রুহুল আমিন মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে বিধিমোতাবেক শ্রেণি কার্যক্রম পরিচালনার বিরোধিতা করে অসদাচরণ ও অশ্লীল গালিগালাজ করেন। এ সময় সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) আবুল হাশেম ও প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মাসুদুর রহমান প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে রক্তাক্ত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ওয়াহিদ মোহা. রাশেদীন আমিন রাজনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে উচ্চতর বেতনের আবেদন করার বিষয় প্রমাণিত হয়।
এসব বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষককে দু’দফা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এ কারণে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির গত ২৮ ফেব্রুয়ারির সভায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আজকের পত্রিকাকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ, নারী কেলেঙ্কারি ও সভাপতির স্বাক্ষর জাল করার অপরাধে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এটি পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক বিধি মেনে করা হয়েছে।’
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১০ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৫ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে