Ajker Patrika

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, ভাইদের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৬: ০৭
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে ভাইদের হামলায় কৃষকের মৃত্যু। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে ভাইদের হামলায় কৃষকের মৃত্যু। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কৃষক জুমারত আলী মণ্ডল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩ ডিসেম্বর হামলার শিকার হয়ে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর লাশ দাফন করা হয়।

নিহত জুমারত আলী মণ্ডল সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর নিহতের ছেলে মেহেদী হাসান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন রয়েছেন কারাগারে। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর দুপুরে জুমারত আলী মণ্ডল নিজের জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পৈতৃক এই জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত