প্রতিনিধি, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিনা মূল্যে অক্সিজেন–সেবা চালু করা হয়েছে। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত উদ্যোগে এই সেবা চালু করা হয়।
গতকাল বুধবার বিকেল ৬টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে `আক্তারুজ্জামান অক্সিজেন ব্যাংক'–এর শুভ উদ্বোধন করেন এমপি আক্তারুজ্জামান বাবু।
এমপি জানান, অক্সিজেন ব্যাংক থেকে করোনায় আক্রান্ত রোগীরা বিনা মূল্যে সেবা নিতে পারবে। অক্সিজেনের অভাবে যেন কোনো রোগীর মৃত্যু না হয়, এ জন্যই তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করেছেন। যত দিন করোনার সংক্রমণ থাকবে, কয়রা-পাইকগাছা থেকে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানান তিনি।
সাংসদ বাবু আরও জানান, করোনায় আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে হ লাইনে ফোন করলে স্বল্প সময়ের মধ্যে রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। করোনার এ দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের জন্য অক্সিজেন অতি জরুরি। মানুষের জীবনসংকটে মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে।
উপজেলা যুবলীগের নেতা অ্যাডভোকেট আরাফাত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলামসহ প্রমুখ।
খুলনার কয়রা উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিনা মূল্যে অক্সিজেন–সেবা চালু করা হয়েছে। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত উদ্যোগে এই সেবা চালু করা হয়।
গতকাল বুধবার বিকেল ৬টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে `আক্তারুজ্জামান অক্সিজেন ব্যাংক'–এর শুভ উদ্বোধন করেন এমপি আক্তারুজ্জামান বাবু।
এমপি জানান, অক্সিজেন ব্যাংক থেকে করোনায় আক্রান্ত রোগীরা বিনা মূল্যে সেবা নিতে পারবে। অক্সিজেনের অভাবে যেন কোনো রোগীর মৃত্যু না হয়, এ জন্যই তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করেছেন। যত দিন করোনার সংক্রমণ থাকবে, কয়রা-পাইকগাছা থেকে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানান তিনি।
সাংসদ বাবু আরও জানান, করোনায় আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে হ লাইনে ফোন করলে স্বল্প সময়ের মধ্যে রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। করোনার এ দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের জন্য অক্সিজেন অতি জরুরি। মানুষের জীবনসংকটে মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে।
উপজেলা যুবলীগের নেতা অ্যাডভোকেট আরাফাত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলামসহ প্রমুখ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১৩ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৪ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩২ মিনিট আগে