প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের সঠিক সময়ে জন্মনিবন্ধনসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। শিশুদের জন্মনিবন্ধন করাতে মাসের পর মাস হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। পৌরসভার জন্মনিবন্ধন কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ করেছেন পৌর এলাকার মানুষ।
সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেনের অভিযোগ, গত মে মাসে তাঁর মেয়ের জন্য সব বিধি মেনে জন্মনিবন্ধন করাতে দিয়েছিলেন। কিন্তু তিন মাসেও তাঁর মেয়ের জন্মনিবন্ধনের কোনো সুসংবাদ দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। তিন মাসে তিনি অন্তত ১৫ বার গেছেন পৌরসভায়। এরপরও কোনো সুফল পাননি তিনি।
একই অভিযোগ ইটাগাছা পূর্বপাড়ার বাসিন্দা মো. ইয়াছিন মোল্যার। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নিজের ও স্ত্রীর জন্মনিবন্ধন করাতে দিয়েছিলেন পৌরসভায়। ছয় মাস অতিবাহিত হলেও কোনো মেসেজ আসেনি মোবাইল ফোনে।
গতকাল সোমবার সাতক্ষীরা পৌরসভার জন্মনিবন্ধন শাখায় গিয়ে দেখা যায়, জন্মনিবন্ধন করাতে আসা প্রতিনিয়ত চরম হয়রানি আর বিড়ম্বনার শিকার হচ্ছেন পৌর এলাকার মানুষ।
সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিখা পারভিন এবং ৫ নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ডিসি অফিসের ডিডিএলজি শাখায় যাওয়া হয়েছিল। ওনারা বললেন পৌরসভা থেকে অনুমোদিত ফাইল এলে তাঁদের ফাইল ছেড়ে দেবেন।
অভিযোগের বিষয়ে সাতক্ষীরা পৌরসভার নিবন্ধন শাখায় দায়িত্বরত রবিউল ইসলাম লাল্টু বলেন, ‘মানুষ হয়রানির শিকার হচ্ছে, এটা ঠিক। কিন্তু আমার কী করার আছে।’
রবিউল আরও বলেন, এ পর্যন্ত ১ হাজার ৮০০ নিবন্ধন ঝুলে আছে। কাজের কোনো অগ্রগতি নেই। পৌর মেয়র অনুমোদন দিলে ডিসি অফিসের ডিডিএলজি শাখা থেকে অনুমোদন দেওয়ার পরে নিবন্ধন প্রদান করা হবে। এ ছাড়া সার্ভারেরও অনেক সমস্যা রয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে সার্ভারের সমস্যার কারণে অনেক সময় প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হয় না।
সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের সঠিক সময়ে জন্মনিবন্ধনসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। শিশুদের জন্মনিবন্ধন করাতে মাসের পর মাস হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। পৌরসভার জন্মনিবন্ধন কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ করেছেন পৌর এলাকার মানুষ।
সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেনের অভিযোগ, গত মে মাসে তাঁর মেয়ের জন্য সব বিধি মেনে জন্মনিবন্ধন করাতে দিয়েছিলেন। কিন্তু তিন মাসেও তাঁর মেয়ের জন্মনিবন্ধনের কোনো সুসংবাদ দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। তিন মাসে তিনি অন্তত ১৫ বার গেছেন পৌরসভায়। এরপরও কোনো সুফল পাননি তিনি।
একই অভিযোগ ইটাগাছা পূর্বপাড়ার বাসিন্দা মো. ইয়াছিন মোল্যার। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নিজের ও স্ত্রীর জন্মনিবন্ধন করাতে দিয়েছিলেন পৌরসভায়। ছয় মাস অতিবাহিত হলেও কোনো মেসেজ আসেনি মোবাইল ফোনে।
গতকাল সোমবার সাতক্ষীরা পৌরসভার জন্মনিবন্ধন শাখায় গিয়ে দেখা যায়, জন্মনিবন্ধন করাতে আসা প্রতিনিয়ত চরম হয়রানি আর বিড়ম্বনার শিকার হচ্ছেন পৌর এলাকার মানুষ।
সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিখা পারভিন এবং ৫ নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ডিসি অফিসের ডিডিএলজি শাখায় যাওয়া হয়েছিল। ওনারা বললেন পৌরসভা থেকে অনুমোদিত ফাইল এলে তাঁদের ফাইল ছেড়ে দেবেন।
অভিযোগের বিষয়ে সাতক্ষীরা পৌরসভার নিবন্ধন শাখায় দায়িত্বরত রবিউল ইসলাম লাল্টু বলেন, ‘মানুষ হয়রানির শিকার হচ্ছে, এটা ঠিক। কিন্তু আমার কী করার আছে।’
রবিউল আরও বলেন, এ পর্যন্ত ১ হাজার ৮০০ নিবন্ধন ঝুলে আছে। কাজের কোনো অগ্রগতি নেই। পৌর মেয়র অনুমোদন দিলে ডিসি অফিসের ডিডিএলজি শাখা থেকে অনুমোদন দেওয়ার পরে নিবন্ধন প্রদান করা হবে। এ ছাড়া সার্ভারেরও অনেক সমস্যা রয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে সার্ভারের সমস্যার কারণে অনেক সময় প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হয় না।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
১ ঘণ্টা আগেএবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৭ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৭ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৭ ঘণ্টা আগে