ইবি প্রতিনিধি
হরতালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ প্রহরায় ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগের এ ক্লাস–পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া ৮টায় পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছেড়ে আসে। আবার বেলা ৪টায় ক্লাস-পরীক্ষা শেষে একই কায়দায় ক্যাম্পাস থেকে বাসগুলো ছেড়ে যায়।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দেখা যায়।
এর আগে গতকাল শনিবার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। রাতে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
এ দিকে বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলো হরতাল সমর্থিত কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে, ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সর্বোচ্চ সহায়তা করবে।’
হরতালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ প্রহরায় ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগের এ ক্লাস–পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া ৮টায় পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছেড়ে আসে। আবার বেলা ৪টায় ক্লাস-পরীক্ষা শেষে একই কায়দায় ক্যাম্পাস থেকে বাসগুলো ছেড়ে যায়।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দেখা যায়।
এর আগে গতকাল শনিবার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। রাতে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
এ দিকে বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলো হরতাল সমর্থিত কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে, ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সর্বোচ্চ সহায়তা করবে।’
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
৩৯ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
৪৩ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে