Ajker Patrika

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি 
মাগুরাসহ সারা দেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনের খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
মাগুরাসহ সারা দেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনের খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় আট বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকসংলগ্ন সড়কে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষক সমাজের ঘুণপোকা, ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে’, ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহসমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘গত পাঁচ বছরে বাংলাদেশে ৫ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেগুলো ডকুমেন্টেড। আমরা এসব ঘটনার শাস্তি নিশ্চিত করতে পারছি না। নানা পন্থায় বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আজ আমরা ন্যায়বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। যদি সুষ্ঠু বিচার নিশ্চিত না করা হয়, তাহলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এস সুইট বলেন, ‘ছোট্ট আছিয়া ধর্ষণের ঘটনায় আজ সারা দেশ প্রতিবাদে জেগে উঠেছে। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে উঠছে। আমরা এই সব নরপশুর ফাঁসি কার্যকর চাই। জুলাই বিপ্লবে প্রথম সারিতে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি।’

সুইট আরও বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। সাইবার বুলিংসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এ বিষয়েও আমরা কড়া অবস্থান ঘোষণা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত