প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি'র শিক্ষক মাইনুর রহমান মুন্নার মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। আজ শনিবার সন্ধ্যায় শহরের পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আজ দুপুর ১টার দিকে মুন্নাসহ তিন বন্ধু নদীতে গোসল করতে নামে। সে সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নিহত মাইনুর রহমান মুন্না (২৭) পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার আব্দুল মমিন বিশ্বাসের ছেলে। তিনি এআইইউবি'র সিএসই বিভাগে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার দিকে মুন্না ও তাঁর দুই বন্ধু সবুজ এবং মামুন পানিতে গোসল করার জন্য মাথাভাঙ্গা নদীতে নামে। এ সময় মুন্না পানিতে ডুবে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এ সময় তাঁর দুই বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তাঁরা সবাই ব্যর্থ হলে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে নেমে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। সে সময় খুঁজে না পাওয়ায় খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি'র শিক্ষক মাইনুর রহমান মুন্নার মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। আজ শনিবার সন্ধ্যায় শহরের পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আজ দুপুর ১টার দিকে মুন্নাসহ তিন বন্ধু নদীতে গোসল করতে নামে। সে সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নিহত মাইনুর রহমান মুন্না (২৭) পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার আব্দুল মমিন বিশ্বাসের ছেলে। তিনি এআইইউবি'র সিএসই বিভাগে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার দিকে মুন্না ও তাঁর দুই বন্ধু সবুজ এবং মামুন পানিতে গোসল করার জন্য মাথাভাঙ্গা নদীতে নামে। এ সময় মুন্না পানিতে ডুবে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এ সময় তাঁর দুই বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তাঁরা সবাই ব্যর্থ হলে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে নেমে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। সে সময় খুঁজে না পাওয়ায় খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করেন।
গোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
৩ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
১ ঘণ্টা আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগে