Ajker Patrika

খোকসায় ভোটের আগের রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৯: ১৭
খোকসায় ভোটের আগের রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আগের রাতে গুলিতে আহত হয়েছেন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই।

গুলিবিদ্ধ আব্দুল আওয়াল কনক খান (২৫) কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তারা দুই ভাই নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নির্বাচনের প্রচারণার সময় শেষ হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত চলছেই। উপজেলা ছাত্রলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

ছাত্রলীগ নেতা শিমুল জানান, রাত ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফিরছিলেন। মাশিলিয়া কবরস্থানের কাছে পৌঁছালে তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু হয়। এতে তার ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ভাইয়ের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সমর্থকদের দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শিমুল।

তবে হামলার ঘটনায় তার কোনো কর্মী-সমর্থক জড়িত নয় বলে এই অভিযোগ অস্বীকার করেছেন সেলিম আলতাফ জর্জ।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে এ হামলার ঘটনা ন্যাক্করজনক। তবে এ হামলার পেছনে আমি বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা নেই।’

আজ বুধবার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত