Ajker Patrika

পিসি কলেজ অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা তোলার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
পিসি কলেজ অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা তোলার অভিযোগ

বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলামের স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে তাঁরই কলেজের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার তদন্তে আজ মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি করে পরবর্তী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। সেই সঙ্গে বিষয়টি তদন্তে প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। 

এ ঘটনায় অভিযুক্ত হলেন—কলেজের হিসাব বিভাগের চেক লেখার কাজে নিয়োজিত, বেসরকারি কর্মচারী অসিত কুমার দে। গত রোববার বিকেলে জনতা ব্যাংক থেকে ভুয়া স্বাক্ষরে ২৪ হাজার ১৯২ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। 

কলেজের প্রশাসনিক সূত্র বলছে, গত সোমবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে রোববার বিকেলে কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম খুলনায় যান। তিনি কলেজ ত্যাগের পরই ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়। পরে মোবাইল ফোনে মেসেজ পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান তিনি। পরে অভিযুক্ত অসিতকে চেক লেখার দায়িত্ব থেকে সরিয়ে অন্য শাখায় নিযুক্ত করা হয়। 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটি চেক দিয়েছিলাম টাকা তোলার জন্য। কিন্তু রোববার বিকেলে আমার মোবাইলে ২৪ হাজার করে দুইবার টাকা উত্তোলনের মেসেজ আসে। বিষয়টি সন্দেহ হলে আমি ব্যাংক ম্যানেজারকে ফোন দিই। তিনি আমাকে দুইটি চেক জমার কথা বলেন। পরে আমি আজকে (মঙ্গলবার) কলেজে এসে তিনজন শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিয়ে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ ছাড়া অভিযুক্ত অসিতকে চেক শাখার দায়িত্ব থেকে সরিয়ে অন্য শাখায় বসতে বলা হয়েছে বলেও জানান তিনি। 

অভিযোগের বিষয়ে অসিত কুমাররে কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে এ প্রশ্নের উত্তর না দিয়ে, তথ্য জানার ব্যাপারে পাল্টা প্রশ্ন করেন এবং উত্তেজিত হয়ে পড়েন। অসিত কুমার বলেন, ‘আপনারে এইগুলো কে বলল? আপনি কীভাবে জানছেন মাধ্যম বলতে হবে তো। আপনি যত বড় প্রতিষ্ঠানের ই হোন না কেন, আপনার তো একটা রেফারেন্স লাগবে, চেক সংক্রান্ত কোনো ঝামেলা হইছে কি না জানার জন্য।’ 

এ সময় মোবাইল ফোনে অসিত কুমার আরও বলেন, ‘আপনি লাইনে থাকেন তো, আপনার নাম কি বলছেন? আপনি এই তথ্য কোথায় পাইছেন? কলেজ কর্তৃপক্ষ কি বলছে, সেটা এখনই শুনতেছি।’ বলে ফোনের সংযোগ কেটে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত