Ajker Patrika

খুলনায় বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগালেন চিকিৎসকেরা

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ০৮
খুলনায় বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগালেন চিকিৎসকেরা

দুর্ঘটনায় কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল হাত। সেটি সফলভাবে জোড়া লাগালেন খুলনার চিকিৎসকেরা। খুলনার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ ৮ ঘণ্টার অস্ত্রোপচার শেষে বিচ্ছিন্ন হাতটি প্রতিস্থাপন করেন তাঁরা। অস্ত্রোপচারের তিন দিন পর ওই ব্যক্তি আঙুল নাড়াতে পারছেন। 

গত রোববার (৬ জানুয়ারি) এ অস্ত্রোপচার করেন ডা. ওয়াইএম শহীদুল্লাহর নেতৃত্বে নয় সদস্যের সার্জন টিম। তিন দিনের মাথায় ওই ব্যক্তি হাতটির আঙ্গুল নাড়াতে পারছেন। চিকিৎসকেরা বলেছেন, খুলনায় এ ধরনের সফলতা এটাই প্রথম, দেশেও এটি বিরল ঘটনা। 

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন অপারেটর হিসেবে কর্মরত ওই ব্যক্তির নাম মুন্না মাহাত। তিনি ভারতীয় নাগরিক। গত ৬ ফেব্রুয়ারি কাজ করার সময় দুপুর ১২টার দিকে ক্রেনের গ্লাস ডোর ভেঙে বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। সহকর্মীরা স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিচ্ছিন্ন হাতটি একটি পলিব্যাগে বরফ দিয়ে ডুবিয়ে ঘটনার ৪৫ মিনিটের মধ্যে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন সহযোগী অধ্যাপক ওয়াইএম শহীদুল্লাহর নেতৃত্বে নয় সদস্যর চিকিৎসক দল চিকিৎসা শুরু করেন। আট ঘণ্টা অস্ত্রোপচারের পর বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগাতে সফল হোন তাঁরা। 

অধ্যাপক ওয়াইএম শহীদুল্লাহ জানান, রোগী হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অপারেশন চলে। তিনি বলেন, ‘হাতের শিরাগুলোর এরই মধ্যে সচল হতে শুরু করেছে। দ্রুতই তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। এখন হাতের অবস্থা ৯০ শতাংশ স্বাভাবিক হয়ে এসেছে।’ 

মুন্না মাহাত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, এখন আঙ্গুল নাড়াচাড়া করতে পারছেন। কখনো যে হাতটি জোড়া লাগানো যাবে এবং হাতের আঙুল নাড়াতে পারবেন এটা কল্পনাও করেননি তিনি। 

খুলনাতো বটেই বাংলাদেশে এই ধরনের ঘটনা প্রথম বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত