Ajker Patrika

যশোর-৪: নৌকার এনামুল হকসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫২
যশোর-৪: নৌকার এনামুল হকসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) দাখিল করা আটজনের মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ ও একটি বাতিল করা হয়েছে। আজ রোববার দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ ঘোষণা দেন। 

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন–বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী রনজিৎ কুমার রায়, তৃনমূল বিএনপির এম শাব্বির আহমেদ, জাতীয় পার্টির মো. জহুরুল হক, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুছ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার ম-ল ও জাকের পার্টির মো. লিটন মোল্যা। মনোনয়ন বাতিল হওয়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী সন্তোষ কুমার অধিকারী। 

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোর-৪ আসনে আটজন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সব নিয়ম মেনে প্রার্থীদের কাগজপত্র বাছাই করা হয়েছে। 

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত