Ajker Patrika

মাছ চুরির জন্য ডেকে নিয়ে হত্যা, মরদেহ মিলল চিংড়িঘেরে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১২: ৫৫
মাছ চুরির জন্য ডেকে নিয়ে হত্যা, মরদেহ মিলল চিংড়িঘেরে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে মাছ চুরির জন্য বেলাল হোসেন (৩৫) নামের একজনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পরিবার। শুক্রবার সকালে রমজাননগর এলাকার একটি চিংড়িঘেরের পানিতে ভাসমান অবস্থায় বেলালের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে চিংড়ির ঘেরে শ্রমিকেরা কাজ করতে গেলে বেলালের মরদেহ দেখতে পান। পরে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বেলাল একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের মা কুলসুম বেগমসহ পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েক সহযোগী মিলে বেলালকে মাছ চুরির জন্য ডেকে নেন। পরে অভ্যন্তরীণ কোন্দলের ঘটনায় মারধর করে বেলালের মরদেহ পানিতে ফেলে দিয়ে তাঁরা চলে যান। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বেলাল বাড়ি থেকে বাইরে চলে আসেন এবং সেহরির সময়ও তিনি বাড়িতে ফেরেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নেটের ব্যাগে থাকা মাছ ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত