চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের বিরতিসহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন দর্শনাবাসী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দর্শনা হল্ট স্টেশনে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।
‘দর্শনার জন্য আমরা’ নামের একটি সংগঠনের ঘোষিত রেলপথ অবরোধ আন্দোলন কর্মসূচিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজ সেবক ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রেলপথ অবরোধ আন্দোলনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেনের যাত্রাবিরতি এই দর্শনাবাসীর প্রাণের দাবি। অথচ রহস্যজনক কারণে দর্শনায় এ দুটি ট্রেনের বিরতি নেই। এতে মধ্যরাতে দুর্ভোগে পড়তে হয় দর্শনাসহ আশপাশের হাজার হাজার মানুষের।’ এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম বলেন, ‘রেলগেটে ওভারপাস, আন্ডারপাস নির্মাণ, রেলওয়ে কনটেইনার টার্মিনাল নির্মাণ, খুলনা-দর্শনা রেলপথে ডাবল লাইনের কাজ দ্রুত শুরু, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পুনরায় দুটি এসি কোচ ও কোচ সংখ্যা বৃদ্ধি করতে হবে।’
এদিকে রেলপথ অবরোধের খবর পেয়ে দর্শনা হল্ট স্টেশনে ছুটে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা। এ সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘এই যৌক্তিক দাবির পক্ষে প্রশাসন রয়েছে। এই দাবি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনাদের হয়ে আমরা কাজ করে যাব।’ পরে ইউএনওর অনুরোধে আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা। সচল হয় ট্রেন চলাচল।
আন্দোলনকারীদের মধ্যে আরও বক্তব্য দেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম প্রমুখ।
চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের বিরতিসহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন দর্শনাবাসী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দর্শনা হল্ট স্টেশনে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।
‘দর্শনার জন্য আমরা’ নামের একটি সংগঠনের ঘোষিত রেলপথ অবরোধ আন্দোলন কর্মসূচিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজ সেবক ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রেলপথ অবরোধ আন্দোলনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেনের যাত্রাবিরতি এই দর্শনাবাসীর প্রাণের দাবি। অথচ রহস্যজনক কারণে দর্শনায় এ দুটি ট্রেনের বিরতি নেই। এতে মধ্যরাতে দুর্ভোগে পড়তে হয় দর্শনাসহ আশপাশের হাজার হাজার মানুষের।’ এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম বলেন, ‘রেলগেটে ওভারপাস, আন্ডারপাস নির্মাণ, রেলওয়ে কনটেইনার টার্মিনাল নির্মাণ, খুলনা-দর্শনা রেলপথে ডাবল লাইনের কাজ দ্রুত শুরু, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পুনরায় দুটি এসি কোচ ও কোচ সংখ্যা বৃদ্ধি করতে হবে।’
এদিকে রেলপথ অবরোধের খবর পেয়ে দর্শনা হল্ট স্টেশনে ছুটে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা। এ সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘এই যৌক্তিক দাবির পক্ষে প্রশাসন রয়েছে। এই দাবি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনাদের হয়ে আমরা কাজ করে যাব।’ পরে ইউএনওর অনুরোধে আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা। সচল হয় ট্রেন চলাচল।
আন্দোলনকারীদের মধ্যে আরও বক্তব্য দেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম প্রমুখ।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে