Ajker Patrika

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ দুই বাংলাদেশি আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ দুই বাংলাদেশি আহত

যশোরের বেনাপোল–দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বিজিবি বলছে, দুই বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে বিএসএফ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আহতরা হলেন—বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)। 

এ ব্যাপারে ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান,, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারি অন্ধকার সীমান্তপথে ভারতে ঢোকার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এ সময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। 

আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত