বরগুনা প্রতিনিধি
আলেয়ার বেগম বয়স এখন ৭০। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা ৩৩ বছরেরও বেশি সময় ধরে বরগুনা শহরের বিভিন্ন স্থানে খুপরি ঘরে বসবাস করেছেন। সর্বশেষ বরগুনা পৌরশহরের মাদ্রাসা ব্রিজের পশ্চিম পাড়ের কোণায় খুপরি ঘরে ছিলেন আলেয়া। অবশেষে খাজুরতলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ পেলেন তিনি।
আলেয়া বেগমের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামে। শ্বশুরবাড়িও ছিল একই গ্রামে। ৩৩ বছর আগে সংসারে অভাব অনটনের কারণে মায়ের সঙ্গে বরগুনা শহরে পাড়ি জমান। তখন থেকেই শুরু হয় তাঁর আশ্রয়হীন জীবন। প্রথমে বরগুনার মাছ বাজার, সবজি বাজারে ভাসমানভাবে রাত্রিযাপন করার পর ভাড়ানী খালের বাজার ব্রিজের নিচে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিজের নিচের খুপরি ঘরেই জন্ম হয়েছে তাঁর ৮ ছেলে ও ১ মেয়ের। সন্তানদের কেউই সঙ্গে থাকে না। এক যুগ আগে স্বামীও আলেয়াকে ফেলে নিরুদ্দেশ। মানুষের দয়া ভিক্ষায় জীবন চলে।
বরগুনা জেলা প্রশাসন সূত্র জানায়, আলেয়ার জন্য খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বর ঘরটি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল (২৬ এপ্রিল) গৃহহীন ও ভূমিহীনদের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইদ উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় জমিসহ একটি টিনশেড ঘর পাবেন আলেয়া বেগম।
আলেয়া বেগম বলেন, ‘বাপ মায়ের অভাবের সংসারে বড় হইছি। বিয়ার পর স্বামীও হালাইয়া থুইয়া গেছে। বড় পোলা বউ বাচ্চা লইয়া আলাদা থাহে। জীবনেও কহনো ঈদের উপহার পাই নাই। তয় এবার আমার লইয়া সবচেয়ে দামি ঈদ উপহার পাইলাম। বয়স ৭০ ছাড়াইছে, বাঁচমুও বা আর কয়দিন! তবুও এহন যদি বাকিডা সময় শান্তিতে রাহে আল্লাহ।’
আলেয়া বলেন, ‘৩৩ বছর কাডাইছি ব্রিজের তলে, খালের প্যাডে দিছি নয়ডা গুরাগারা, এত কিছুর পর হপায় একটা মাথা গোঁজার ঠাঁই পাইলাম। শেখ হাসিনা আমার মা, হে আমারে ঘর দেছে। তার লইগ্গা খোদার দরবারে প্রাণ ভইরা দোয়া করমু।’
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘ব্রিজের নিচে থাকা আলেয়ার বিষয়টি নজরে এলে আমরা তাঁকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনি। মঙ্গলবার ঘরটি তাঁকে বুঝিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, বরগুনার ছয় উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান। প্রথম পর্যায়ে ২৩২ টি, দ্বিতীয় পর্যায়ে ৭৯৩টি এবং তৃতীয় পর্যায়ে ৭২৫টি ঘরের মধ্যে ৪১১টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে আগামী ২৬ এপ্রিল সদর উপজেলার খাজুরতলায় ৫০টি জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হবেন। এখানকার সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে অক্ষম, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার।
আলেয়ার বেগম বয়স এখন ৭০। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা ৩৩ বছরেরও বেশি সময় ধরে বরগুনা শহরের বিভিন্ন স্থানে খুপরি ঘরে বসবাস করেছেন। সর্বশেষ বরগুনা পৌরশহরের মাদ্রাসা ব্রিজের পশ্চিম পাড়ের কোণায় খুপরি ঘরে ছিলেন আলেয়া। অবশেষে খাজুরতলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ পেলেন তিনি।
আলেয়া বেগমের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামে। শ্বশুরবাড়িও ছিল একই গ্রামে। ৩৩ বছর আগে সংসারে অভাব অনটনের কারণে মায়ের সঙ্গে বরগুনা শহরে পাড়ি জমান। তখন থেকেই শুরু হয় তাঁর আশ্রয়হীন জীবন। প্রথমে বরগুনার মাছ বাজার, সবজি বাজারে ভাসমানভাবে রাত্রিযাপন করার পর ভাড়ানী খালের বাজার ব্রিজের নিচে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিজের নিচের খুপরি ঘরেই জন্ম হয়েছে তাঁর ৮ ছেলে ও ১ মেয়ের। সন্তানদের কেউই সঙ্গে থাকে না। এক যুগ আগে স্বামীও আলেয়াকে ফেলে নিরুদ্দেশ। মানুষের দয়া ভিক্ষায় জীবন চলে।
বরগুনা জেলা প্রশাসন সূত্র জানায়, আলেয়ার জন্য খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বর ঘরটি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল (২৬ এপ্রিল) গৃহহীন ও ভূমিহীনদের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইদ উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় জমিসহ একটি টিনশেড ঘর পাবেন আলেয়া বেগম।
আলেয়া বেগম বলেন, ‘বাপ মায়ের অভাবের সংসারে বড় হইছি। বিয়ার পর স্বামীও হালাইয়া থুইয়া গেছে। বড় পোলা বউ বাচ্চা লইয়া আলাদা থাহে। জীবনেও কহনো ঈদের উপহার পাই নাই। তয় এবার আমার লইয়া সবচেয়ে দামি ঈদ উপহার পাইলাম। বয়স ৭০ ছাড়াইছে, বাঁচমুও বা আর কয়দিন! তবুও এহন যদি বাকিডা সময় শান্তিতে রাহে আল্লাহ।’
আলেয়া বলেন, ‘৩৩ বছর কাডাইছি ব্রিজের তলে, খালের প্যাডে দিছি নয়ডা গুরাগারা, এত কিছুর পর হপায় একটা মাথা গোঁজার ঠাঁই পাইলাম। শেখ হাসিনা আমার মা, হে আমারে ঘর দেছে। তার লইগ্গা খোদার দরবারে প্রাণ ভইরা দোয়া করমু।’
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘ব্রিজের নিচে থাকা আলেয়ার বিষয়টি নজরে এলে আমরা তাঁকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনি। মঙ্গলবার ঘরটি তাঁকে বুঝিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, বরগুনার ছয় উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান। প্রথম পর্যায়ে ২৩২ টি, দ্বিতীয় পর্যায়ে ৭৯৩টি এবং তৃতীয় পর্যায়ে ৭২৫টি ঘরের মধ্যে ৪১১টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে আগামী ২৬ এপ্রিল সদর উপজেলার খাজুরতলায় ৫০টি জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হবেন। এখানকার সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে অক্ষম, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৮ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে