Ajker Patrika

গড়াই নদ থেকে বালু–মাটি তোলায় ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
গড়াই নদ থেকে বালু–মাটি তোলায় ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলায় ভ্রাম্যমাণ আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাঁওতা এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় কুমারখালী থানা–পুলিশ উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের আমজাদ শেখকে পাঁচ দিন, চর বহলা গ্রামের ছবিদ শেখকে তিন দিন, সাঁওতা গ্রামের রাকিবুল ইসলামকে সাত দিন ও সাঁওতা গ্রামের মো. ছাহিদুলকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদ সংলগ্ন চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু ও মাটি তোলার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

তিনি জানান, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত