ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শ্রেণিকক্ষ সংকট ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২১-২২ শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া তাদের শ্রেণিকক্ষ সংকট দ্রুত সমাধান করার দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের ‘ক্লাসরুম সংকট কেন, প্রশাসন জবাব চাই’ ‘আমার শিক্ষক লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের অংশ রবীন্দ্র-নজরুল কলা ভবনে পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রকল্প পরিচালক ড. নায়েব আলী প্রমুখ।
ওই সময় রবীন্দ্র-নজরুল কলা ভবনের কয়েকটি রুম দখল করে নেয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ। পরিদর্শন টিম বিভাগের সবাইকে এক ঘণ্টার মধ্যে রুম থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন। এ সময় পরীক্ষার হলে অবস্থানরত উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকেও লাঞ্ছিত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অনন্যা শৈলী বলেন, ‘পরীক্ষা চলাকালে আমাদের শিক্ষককে অপমানিত করা হয়। এক ঘণ্টার মধ্যে সবাইকে বের হয়ে যেতে বলা হয় এবং হাফিজুর রহমান স্যারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রধান সমস্যা শ্রেণিকক্ষ সংকট। আমরা সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আগামীকাল দুপুরে সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে মিটিং করে আলোচনা সাপেক্ষে সমস্যাটির সমাধান করব।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শ্রেণিকক্ষ সংকট ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২১-২২ শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া তাদের শ্রেণিকক্ষ সংকট দ্রুত সমাধান করার দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের ‘ক্লাসরুম সংকট কেন, প্রশাসন জবাব চাই’ ‘আমার শিক্ষক লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের অংশ রবীন্দ্র-নজরুল কলা ভবনে পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রকল্প পরিচালক ড. নায়েব আলী প্রমুখ।
ওই সময় রবীন্দ্র-নজরুল কলা ভবনের কয়েকটি রুম দখল করে নেয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ। পরিদর্শন টিম বিভাগের সবাইকে এক ঘণ্টার মধ্যে রুম থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন। এ সময় পরীক্ষার হলে অবস্থানরত উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকেও লাঞ্ছিত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অনন্যা শৈলী বলেন, ‘পরীক্ষা চলাকালে আমাদের শিক্ষককে অপমানিত করা হয়। এক ঘণ্টার মধ্যে সবাইকে বের হয়ে যেতে বলা হয় এবং হাফিজুর রহমান স্যারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রধান সমস্যা শ্রেণিকক্ষ সংকট। আমরা সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আগামীকাল দুপুরে সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে মিটিং করে আলোচনা সাপেক্ষে সমস্যাটির সমাধান করব।’
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১৮ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২৩ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
২৮ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে