Ajker Patrika

একদিকে চলছে স্ত্রীর শেষকৃত্যের অনুষ্ঠান, অন্যদিকে খবর এল নিজের পদোন্নতির 

জাহিদ হাসান, যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১: ০৬
একদিকে চলছে স্ত্রীর শেষকৃত্যের অনুষ্ঠান, অন্যদিকে খবর এল নিজের পদোন্নতির 

ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী বিপ্লবী রাণী জোয়ারদার। সোমবার সন্ধ্যার দিকে প্রলয় কুমার জোয়ারদার যখন প্রিয়তমা স্ত্রীর শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় ব্যস্ত, সেই সময়ই খবর এল নিজের পদোন্নতির। যার অনুপ্রেরণাতেই চাকরিজীবনের এতটা পথ পাড়ি দিয়েছিলেন, সেই প্রিয়তমাকে বলতে পারলেন না নিজের পদোন্নতির কথা; প্রিয়তমাও দেখে যেতে পারলেন না স্বামীর পদোন্নতি। বিপ্লবী রাণী যশোরের মনিরামপুরের মেয়ে এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক। 

গত রোববার দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লবী রাণী। সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বিলহাগনি গ্রামে তাঁর শেষকৃত্য হয়। শেষকৃত্য চলাকালীন জানা যায় বিপ্লবী রাণীর স্বামী যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের পদোন্নতি হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার যে ১২ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের একজন প্রলয় কুমার জোয়ারদার। 

যশোরের মেয়ে বিপ্লবী রাণীর মৃত্যুতে শুধু পুলিশ সদস্যদের মধ্যেই নয়, সর্বস্তরের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পুলিশ সুপারের পদোন্নতির দিনেও তাই আনন্দ ছিল না যশোরের পুলিশ সদস্যদের মধ্যে। 

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এসপি স্যারের পদোন্নতি মলিন হয়ে গেল। স্যার যখন তাঁর স্ত্রীর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা করছিলেন, তখন তিনি জানতে পারেন তাঁর পদোন্নতি হয়েছে। চাকরিজীবনে সবাই স্বপ্ন দেখে নিজের পদোন্নতির। স্যারও দেখেছিলেন। কিন্তু আনন্দটা ম্লান হয়ে গেল কষ্টের কারণে। 

বিপ্লবী রাণী যশোরের মনিরামপুরের মেয়েজেলা পুলিশ জানিয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক বিপ্লবী রাণী জোয়াদারের শেষকৃত্যের আগে সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে এবং সাড়ে ৯টায় সেগুনবাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো হয়। বিপ্লবী রাণী জোয়ারদার ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এই দম্পতির ঘরে ৮ ও ১২ বছরের দুটি ছেলেসন্তান রয়েছে। 

বিপ্লবী রাণীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিসিএস ২৪ ব্যাচের যশোরের সদস্যরাসহ যশোরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সবাই। 

উল্লেখ্য, ২০২১ সালের ২১ জানুয়ারি নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করবেন প্রলয় কুমার জোয়ারদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত