ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ব্লাস্টের সংক্রমণের কারণে কৃষক গমের আবাদ বন্ধ রেখেছিল। নতুন করে আবার গমের আবাদ শুরু করলে এবার ফলন ভালো হয়েছে। তাতে কৃষকের মন ভালো হওয়ারই কথা। কিন্তু ইঁদুরের আক্রমনে গমের ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে কৃষক ব্যাপক লোকসানের মুখে পড়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শতাধিক কৃষকের গম খেতে এমন আক্রমণ হয়েছে। অনেকেই ইঁদুর মারতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শমতো খেতে ওষুধ দিয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৮৬০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। তবে ঠিক কী পরিমাণ জমিতে ইঁদুরের আক্রমণ হয়েছে তা জানাতে পারেনি উপজেলা কৃষি বিভাগ। ইঁদুরের কারণে এবারের মৌসুমে ১২ মেট্রিক টন গম নষ্ট হতে পারে বলে জানানো হয়েছে।
শৈলকুপার কৃষকেরা জানান, উপজেলার কবিরপুর, বারইপাড়া, আউশিয়াসহ বিভিন্ন গ্রামের শতাধিক কৃষকের খেতে শিষ বের হওয়ার সময় ইঁদুর আক্রমণ করে। এখন খেতজুড়ে শত শত গর্ত। গ্যাস ট্যাবলেট, বিষ প্রয়োগ করেও প্রতিকার মিলছে না। এক বিঘা জমিতে গম চাষে ১৪-১৫ হাজার টাকা খরচ হয়। ফলন আর বাজারে দাম ভালো পেলে ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রি হতো। কিন্তু এবার মনে হচ্ছে অর্ধেক টাকাও আসবে না।
হাবিবপুর গ্রামের গম চাষি জামাল উদ্দিন বলেন, ‘আমাদের খেতের গমের দানা হাওয়ার আগমুহূর্তে ইঁদুর লেগেছিল। প্রথম থেকে ওষুধ দিলেও কোনো কাজ হয়নি। জমি থেকে গম কেটে নিয়ে ইঁদুর গর্ত ভরছে। ইঁদুরের কারণে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।’
কৃষক মো. বাচ্চু ও আশরাফুল ইসলাম বলেন, ‘এ বছর গমের দানা ভালো হয়েছিল। কিন্তু ইঁদুর সব শেষ করে দিল। যে যা বলেছে, খেতে সবই দিয়েছি। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। কষ্ট করে গমের আবাদ করেছিলাম। খেতের এই অবস্থা দেখে কষ্টে আমরা এখন আর মাঠে যাই না।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব জমিতে ইঁদুরের আক্রমণ হচ্ছে, সেই জমিতে গ্যাস ট্যাবলেট, গর্তে পানি দেওয়াসহ কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। ৮৫ শতাংশ গম পরিপক্ব হয়েছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ভাইদের আমরা পরামর্শ দিচ্ছি, পরিপক্ব গম যেন দ্রুত কেটে নেয়।’
ঝিনাইদহের শৈলকুপায় ব্লাস্টের সংক্রমণের কারণে কৃষক গমের আবাদ বন্ধ রেখেছিল। নতুন করে আবার গমের আবাদ শুরু করলে এবার ফলন ভালো হয়েছে। তাতে কৃষকের মন ভালো হওয়ারই কথা। কিন্তু ইঁদুরের আক্রমনে গমের ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে কৃষক ব্যাপক লোকসানের মুখে পড়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শতাধিক কৃষকের গম খেতে এমন আক্রমণ হয়েছে। অনেকেই ইঁদুর মারতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শমতো খেতে ওষুধ দিয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৮৬০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। তবে ঠিক কী পরিমাণ জমিতে ইঁদুরের আক্রমণ হয়েছে তা জানাতে পারেনি উপজেলা কৃষি বিভাগ। ইঁদুরের কারণে এবারের মৌসুমে ১২ মেট্রিক টন গম নষ্ট হতে পারে বলে জানানো হয়েছে।
শৈলকুপার কৃষকেরা জানান, উপজেলার কবিরপুর, বারইপাড়া, আউশিয়াসহ বিভিন্ন গ্রামের শতাধিক কৃষকের খেতে শিষ বের হওয়ার সময় ইঁদুর আক্রমণ করে। এখন খেতজুড়ে শত শত গর্ত। গ্যাস ট্যাবলেট, বিষ প্রয়োগ করেও প্রতিকার মিলছে না। এক বিঘা জমিতে গম চাষে ১৪-১৫ হাজার টাকা খরচ হয়। ফলন আর বাজারে দাম ভালো পেলে ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রি হতো। কিন্তু এবার মনে হচ্ছে অর্ধেক টাকাও আসবে না।
হাবিবপুর গ্রামের গম চাষি জামাল উদ্দিন বলেন, ‘আমাদের খেতের গমের দানা হাওয়ার আগমুহূর্তে ইঁদুর লেগেছিল। প্রথম থেকে ওষুধ দিলেও কোনো কাজ হয়নি। জমি থেকে গম কেটে নিয়ে ইঁদুর গর্ত ভরছে। ইঁদুরের কারণে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।’
কৃষক মো. বাচ্চু ও আশরাফুল ইসলাম বলেন, ‘এ বছর গমের দানা ভালো হয়েছিল। কিন্তু ইঁদুর সব শেষ করে দিল। যে যা বলেছে, খেতে সবই দিয়েছি। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। কষ্ট করে গমের আবাদ করেছিলাম। খেতের এই অবস্থা দেখে কষ্টে আমরা এখন আর মাঠে যাই না।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব জমিতে ইঁদুরের আক্রমণ হচ্ছে, সেই জমিতে গ্যাস ট্যাবলেট, গর্তে পানি দেওয়াসহ কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। ৮৫ শতাংশ গম পরিপক্ব হয়েছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ভাইদের আমরা পরামর্শ দিচ্ছি, পরিপক্ব গম যেন দ্রুত কেটে নেয়।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩৯ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে