Ajker Patrika

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ও এক নারী নিহত, আহত ২

­যশোর প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। ছবি: আজকের পত্রিকা
যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। ছবি: আজকের পত্রিকা

যশোরে সড়ক দুর্ঘটনায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) ও জুই (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন যশোর সদর উপজেলার বাসিন্দা এবং জুই উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী।

আহতরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘হতাহতরা একটি প্রাইভেট কারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন ও জুই। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত