শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাঘের মুখ থেকে ফিরে এল এক মহিষ। মারাত্মক জখম নিয়ে সুন্দরবন থেকে ফিরে আসা মহিষটি অবশ্য জবাই করে মাংস বিক্রি করেছেন মালিক। মহিষটির গায়ে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় প্রাণপণ লড়াই করেই প্রাণ নিয়ে ফিরেছিল প্রাণীটি।
গত বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটে বলে জানান সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মহিষের মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাঁদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। তাঁর মহিষটি সময়মতো লোকালয় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঘের আক্রমণে মারাত্মক জখম অবস্থায় বন থেকে মহিষটি উদ্ধার করেন।
বাঘের সঙ্গে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে ধারণা সোবাহান হাওলাদারের। তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয় বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমণ করেছিল। পেছনের দুটি পায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে।
মালিক পরে আহত মহিষটি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন।
দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, সুন্দরবনের বাঘের সঙ্গে মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন। ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।
বাঘের মুখ থেকে ফিরে এল এক মহিষ। মারাত্মক জখম নিয়ে সুন্দরবন থেকে ফিরে আসা মহিষটি অবশ্য জবাই করে মাংস বিক্রি করেছেন মালিক। মহিষটির গায়ে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় প্রাণপণ লড়াই করেই প্রাণ নিয়ে ফিরেছিল প্রাণীটি।
গত বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটে বলে জানান সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মহিষের মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাঁদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। তাঁর মহিষটি সময়মতো লোকালয় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঘের আক্রমণে মারাত্মক জখম অবস্থায় বন থেকে মহিষটি উদ্ধার করেন।
বাঘের সঙ্গে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে ধারণা সোবাহান হাওলাদারের। তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয় বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমণ করেছিল। পেছনের দুটি পায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে।
মালিক পরে আহত মহিষটি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন।
দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, সুন্দরবনের বাঘের সঙ্গে মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন। ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৪ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে