শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাঘের মুখ থেকে ফিরে এল এক মহিষ। মারাত্মক জখম নিয়ে সুন্দরবন থেকে ফিরে আসা মহিষটি অবশ্য জবাই করে মাংস বিক্রি করেছেন মালিক। মহিষটির গায়ে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় প্রাণপণ লড়াই করেই প্রাণ নিয়ে ফিরেছিল প্রাণীটি।
গত বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটে বলে জানান সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মহিষের মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাঁদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। তাঁর মহিষটি সময়মতো লোকালয় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঘের আক্রমণে মারাত্মক জখম অবস্থায় বন থেকে মহিষটি উদ্ধার করেন।
বাঘের সঙ্গে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে ধারণা সোবাহান হাওলাদারের। তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয় বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমণ করেছিল। পেছনের দুটি পায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে।
মালিক পরে আহত মহিষটি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন।
দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, সুন্দরবনের বাঘের সঙ্গে মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন। ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।
বাঘের মুখ থেকে ফিরে এল এক মহিষ। মারাত্মক জখম নিয়ে সুন্দরবন থেকে ফিরে আসা মহিষটি অবশ্য জবাই করে মাংস বিক্রি করেছেন মালিক। মহিষটির গায়ে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় প্রাণপণ লড়াই করেই প্রাণ নিয়ে ফিরেছিল প্রাণীটি।
গত বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটে বলে জানান সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মহিষের মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাঁদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। তাঁর মহিষটি সময়মতো লোকালয় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঘের আক্রমণে মারাত্মক জখম অবস্থায় বন থেকে মহিষটি উদ্ধার করেন।
বাঘের সঙ্গে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে ধারণা সোবাহান হাওলাদারের। তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয় বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমণ করেছিল। পেছনের দুটি পায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে।
মালিক পরে আহত মহিষটি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন।
দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, সুন্দরবনের বাঘের সঙ্গে মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন। ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।
সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) জেলা ও মহানগরের উদ্যোগে এই সংগীত পরিবেশন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে অবমানন
৩ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় এক ঠিকাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা সেখানে ভাঙচুর ও ঠিকাদারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। এ সময় রামদার কোপে ১০-১২ জন আহত হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানখালী ইউনিয়নের
১৬ মিনিট আগেযশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর দপ্তরের শিক্ষা সহায়তা
২৩ মিনিট আগেনিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে আটক হওয়া সেই যুবক এবার ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত-১) মো. আবু বকর সিদ্দিকের আদালতে এই মামলার আবেদন করেন।
২৪ মিনিট আগে