যশোরের মনিরামপুরের গালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৮৮৬ জন। আজ বুধবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয় এই কেন্দ্রে। প্রতি বুথে গড় ভোটার ৪১২ জন। দুপুর ১২টা ৪০ মিনিটে এ কেন্দ্রে গিয়ে ভোটারের কোনো লাইন চোখে পড়েনি।
প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রের সাতটি বুথে ৫২টি ভোট পড়েছে। এর মধ্যে চারটি বুথে ভোট পড়েছে ৮টি। ৪ ও ৫ নম্বর বুথে ভোট পড়েছে ৩টি করে আর ৬ ও ৭ নম্বর বুথে ভোট পড়েছে ১টি করে।
দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে সাতটি বুথে ভোট পড়ে ১৫৩টি। যা মোট ভোটারের ৫ দশমিক ৩ শতাংশ।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আফজাল–উর রহমান বলেছেন, ৪র্থ থেকে ৭ম বুথে মূলত নারীরা ভোট দিচ্ছেন। সকালে নারী ভোটারদের উপস্থিত একেবারেই কম ছিল। আস্তে আস্তে ভোটারের সংখ্যা বাড়বে।
একই অবস্থা উপজেলার অন্য ভোটকেন্দ্রগুলোতে। ভোট শুরু হওয়ার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়, মামুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোহিতা মাধ্যমিক বিদ্যালয়, কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদাপাড়া পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, গালদা খড়িঞ্চি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে কোথাও ভোটারের লাইন দেখা যায়নি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনিরামপুরে আজ বুধবার সকাল থেকে ১৬৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় অনেকে কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব হতে দেখা গেছে। বেলা পৌনে ১১টায় উপজেলার রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ১ নম্বর বুথের বাইরে কয়েকজন ভোটারের জটলা লেগে আছে। ভেতরে আবুল কালাম নামে এক ভোটারের আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রোকনুজ্জান।
এই কর্মকর্তা বলেন, ইভিএম মেশিনে অনেকের আঙুলের ছাপ মিলছে না। আবুল কালাম নামে ভোটারের আঙুলের ছাপ নিচ্ছিল না। অনেক কষ্টে তিনি ভোট দিতে পেরেছেন।
এই কর্মকর্তা আরও বলেন, ভোটাররা ধীর গতিতে আসছেন। কোনো কোনো ভোটারের ছাপ মেলাতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগছে। এতে করে বাইরে ভিড় জমে যাচ্ছে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কল্লোল বিশ্বাস বলেন, কোনো কোনো কেন্দ্রে ইভিএম যন্ত্রে মাঝেমধ্যে ত্রুটি দেখা দিচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করে ভোট গ্রহণ হয়।
কল্লোল বিশ্বাস বলেন, দুপুর ১২টা পর্যন্ত মনিরামপুরে ১৩ শতাংশ ভোট পড়েছে। দুপুর ২টায় উপস্থিতি বেড়ে ১৮ শতাংশ হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, আমরা সব কেন্দ্রের খবর রাখছি। দুপুর ২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
এবারের মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনিরামপুরে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৩৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪১১ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৩২২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
যশোরের মনিরামপুরের গালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৮৮৬ জন। আজ বুধবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয় এই কেন্দ্রে। প্রতি বুথে গড় ভোটার ৪১২ জন। দুপুর ১২টা ৪০ মিনিটে এ কেন্দ্রে গিয়ে ভোটারের কোনো লাইন চোখে পড়েনি।
প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রের সাতটি বুথে ৫২টি ভোট পড়েছে। এর মধ্যে চারটি বুথে ভোট পড়েছে ৮টি। ৪ ও ৫ নম্বর বুথে ভোট পড়েছে ৩টি করে আর ৬ ও ৭ নম্বর বুথে ভোট পড়েছে ১টি করে।
দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে সাতটি বুথে ভোট পড়ে ১৫৩টি। যা মোট ভোটারের ৫ দশমিক ৩ শতাংশ।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আফজাল–উর রহমান বলেছেন, ৪র্থ থেকে ৭ম বুথে মূলত নারীরা ভোট দিচ্ছেন। সকালে নারী ভোটারদের উপস্থিত একেবারেই কম ছিল। আস্তে আস্তে ভোটারের সংখ্যা বাড়বে।
একই অবস্থা উপজেলার অন্য ভোটকেন্দ্রগুলোতে। ভোট শুরু হওয়ার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়, মামুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোহিতা মাধ্যমিক বিদ্যালয়, কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদাপাড়া পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, গালদা খড়িঞ্চি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে কোথাও ভোটারের লাইন দেখা যায়নি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনিরামপুরে আজ বুধবার সকাল থেকে ১৬৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় অনেকে কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব হতে দেখা গেছে। বেলা পৌনে ১১টায় উপজেলার রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ১ নম্বর বুথের বাইরে কয়েকজন ভোটারের জটলা লেগে আছে। ভেতরে আবুল কালাম নামে এক ভোটারের আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রোকনুজ্জান।
এই কর্মকর্তা বলেন, ইভিএম মেশিনে অনেকের আঙুলের ছাপ মিলছে না। আবুল কালাম নামে ভোটারের আঙুলের ছাপ নিচ্ছিল না। অনেক কষ্টে তিনি ভোট দিতে পেরেছেন।
এই কর্মকর্তা আরও বলেন, ভোটাররা ধীর গতিতে আসছেন। কোনো কোনো ভোটারের ছাপ মেলাতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগছে। এতে করে বাইরে ভিড় জমে যাচ্ছে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কল্লোল বিশ্বাস বলেন, কোনো কোনো কেন্দ্রে ইভিএম যন্ত্রে মাঝেমধ্যে ত্রুটি দেখা দিচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করে ভোট গ্রহণ হয়।
কল্লোল বিশ্বাস বলেন, দুপুর ১২টা পর্যন্ত মনিরামপুরে ১৩ শতাংশ ভোট পড়েছে। দুপুর ২টায় উপস্থিতি বেড়ে ১৮ শতাংশ হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, আমরা সব কেন্দ্রের খবর রাখছি। দুপুর ২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
এবারের মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনিরামপুরে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৩৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪১১ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৩২২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১১ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে