Ajker Patrika

দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল শিশু ইব্রাহিম, ট্রলির ধাক্কায় গেল প্রাণ

কুষ্টিয়া প্রতিনিধি
শিশুর মৃত্যুর পর ট্রলিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ লোকজন। ছবি: সংগৃহীত
শিশুর মৃত্যুর পর ট্রলিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ লোকজন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার সময় দাদির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম ইসলাম (৫) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি আনোয়ারা বেগম (৬৫)। আজ রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার চৌড়হাস ফুলতলা স্টেডিয়ামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইব্রাহিম ইসলাম সদর উপজেলার বটতৈল এলাকার আহসান হাবিবের ছেলে। সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রলিচালকের সহযোগীকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল ইব্রাহিম। চৌড়হাস প্রতীতি বিদ্যালয়ের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় দ্রুতগতির বালুভর্তি একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়। এ সময় তার দাদি গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুর দাদিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মডেল থানার ওসি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগী তরুণ সিজানকে আটক করা হয়েছে।

শিশুর মৃত্যুর পর ট্রলিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ লোকজন। ছবি: সংগৃহীত
শিশুর মৃত্যুর পর ট্রলিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ লোকজন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। শিশুটির দাদির অবস্থা আশঙ্কাজনক।

প্রতীতি বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা রুমা বলেন, ‘চোখের সামনে ছাত্রের এমন মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ইব্রাহিমকে তার দাদি প্রতিদিন স্কুলে দিয়ে আসতেন, আজও এসেছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত