Ajker Patrika

সেতু ভেঙে বালুবোঝাই ট্রাক পড়ল খালে  

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৭: ০৫
সেতু ভেঙে বালুবোঝাই ট্রাক পড়ল খালে  

বাগেরহাটের মোল্লাহাটে বেইলি সেতুটি ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার গাওলা পাগলা বাজারে এ ঘটনা ঘটে। এরপর দুপুর পর্যন্ত বালুবোঝাই ট্রাকটি উদ্ধার ও সেতুটির সংস্কার শুরু হয়নি। এদিকে সেতু ভেঙে যাওয়ায় পুরোনো খুলনা-মোল্লাহাট সড়কের গাওলা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে রূপসা থেকে একটি বালুবাহী ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে ট্রাকটি পাগলা বাজারের ওই বেইলি সেতুতে ওঠে। এতে বিকট শব্দে সেতুটি ভেঙে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়। এরপর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘বালুবোঝাই ট্রাকটির অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে যায়। খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তা ছাড়া এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা শিগগিরই ট্রাকটি উদ্ধার করে সেতুটি সংস্কারের বা পুনর্নির্মাণের ব্যবস্থা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত