Ajker Patrika

বাবাকে মারধরের অভিযোগে ছেলে কারাগারে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ২১: ১৭
বাবাকে মারধরের অভিযোগে ছেলে কারাগারে

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে তাঁর ছেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে কোটচাঁদপুর থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বেনেপাড়ায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌরসভার বেনেপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমান। তিনি কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর চার ছেলে-মেয়ে রয়েছে। বেশ কিছু দিন ধরে জমিজমা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে মঙ্গলবার তাঁদের মধ্য বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলে তৌফিকুর রহমান চপল রাগান্বিত হয়ে তাঁর বাবাসহ দুই বোনকে মারধর করেন। এ ব্যাপারে লুৎফরের মেয়ে শারমিন আক্তার বাদী হয়ে ওই দিন রাতে কোটচাঁদপুর থানায় মামলা করেন। 

ভুক্তভোগী লুৎফর রহমান বলেন, ‘জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় গোলযোগ হতো। আর আমাদের প্রতিদিন মারধর করত। মঙ্গলবার জমি নিয়ে গোলযোগ চলছিল। এ সময় তৌফিক রাগান্বিত হয়ে আমাকে মারধর করতে থাকে। এ সময় আমার দুই মেয়ে ঠেকাতে এলে তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে। এতে আমরা তিনজনই আহত হই। পরে আমরা হাসপাতালে চিকিৎসা নিই। এ নিয়ে থানায় মামলা করা হয়েছে।’

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার বলেন, ‘এ-সংক্রান্ত একটা মামলা হয়েছে। ওই মামলায় চপলকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত