ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা)
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া আবীর হোসেনের মায়ের আহাজারি থামছেই না। সন্তানের মুখ শেষবারের মতো দেখতে অপেক্ষায় রয়েছেন মা আঞ্জুয়ারা বেগম। কোনো প্রকার হয়রানি ছাড়াই অতি দ্রুত যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফেরত চান স্বজনেরা।
আজ রোববার সকালে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট শেখপাড়া গ্রামে আবীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, আবীরের মা আঞ্জুয়ারা বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে অঝোরে কাঁদছেন। পাশে আবীরের ভাইবোন ও প্রতিবেশীরা মলিন মুখে বসে রয়েছেন।
নিহত আবীর হোসেন (৩৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট শেখপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টার ও ‘ক্রিস ফুড মার্ট’ নামের একটি কফি শপে পার্টটাইম চাকরি করতেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সময় গতকাল শনিবার সকাল ৯টার দিকে আবীর হোসেনের কফি শপে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী প্রবেশ করে। সন্ত্রাসীদের বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করছিলেন আবীর। এ সময় ডাকাতদের একজন তাঁকে গুলি করে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আবীর হোসেন সেখানেই মারা যান। আবীরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রতিবেশী শেখ মনিরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত এক আত্মীয়ের মাধ্যমে আবীরের মৃত্যুর ঘটনা জেনেছেন তাঁরা। মৃতদেহটি অতি দ্রুত ফিরে পেলে তাঁর নিজ বাড়ি কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের শেখপাড়ায় দাফন করা হবে।
আবীরের বড় বোন আয়েশা খাতুন বলেন, আবীর হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে স্ত্রী ও তিন বছরের কন্যাসন্তান নিয়ে বাস করতেন। সরকারের কাছে তিনি আবীরের মা, স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানের দেখাশোনা করার জন্য ক্ষতিপূরণ এবং ভাই হত্যার অতি দ্রুত বিচার দাবি জানান।
আবীরের মেজো ভাই জাকির হোসেন বলেন, ‘অন্য দেশের আইন ও বিচার বিভাগের প্রতি নাক গলায় আমেরিকা। সেই আমেরিকার মতো একটা দেশে পড়তে যাওয়া আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যায় জড়িত থাকা সন্দেহে দুজনকে আটক করে একজনকে ছেড়ে দিয়েছে।’
কোনো হয়রানি ছাড়াই আবীরের মরদেহ অতি দ্রুত ফেরত এবং আবীর হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান তিনি ও তাঁর পরিবার।
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া আবীর হোসেনের মায়ের আহাজারি থামছেই না। সন্তানের মুখ শেষবারের মতো দেখতে অপেক্ষায় রয়েছেন মা আঞ্জুয়ারা বেগম। কোনো প্রকার হয়রানি ছাড়াই অতি দ্রুত যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফেরত চান স্বজনেরা।
আজ রোববার সকালে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট শেখপাড়া গ্রামে আবীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, আবীরের মা আঞ্জুয়ারা বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে অঝোরে কাঁদছেন। পাশে আবীরের ভাইবোন ও প্রতিবেশীরা মলিন মুখে বসে রয়েছেন।
নিহত আবীর হোসেন (৩৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট শেখপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টার ও ‘ক্রিস ফুড মার্ট’ নামের একটি কফি শপে পার্টটাইম চাকরি করতেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সময় গতকাল শনিবার সকাল ৯টার দিকে আবীর হোসেনের কফি শপে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী প্রবেশ করে। সন্ত্রাসীদের বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করছিলেন আবীর। এ সময় ডাকাতদের একজন তাঁকে গুলি করে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আবীর হোসেন সেখানেই মারা যান। আবীরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রতিবেশী শেখ মনিরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত এক আত্মীয়ের মাধ্যমে আবীরের মৃত্যুর ঘটনা জেনেছেন তাঁরা। মৃতদেহটি অতি দ্রুত ফিরে পেলে তাঁর নিজ বাড়ি কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের শেখপাড়ায় দাফন করা হবে।
আবীরের বড় বোন আয়েশা খাতুন বলেন, আবীর হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে স্ত্রী ও তিন বছরের কন্যাসন্তান নিয়ে বাস করতেন। সরকারের কাছে তিনি আবীরের মা, স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানের দেখাশোনা করার জন্য ক্ষতিপূরণ এবং ভাই হত্যার অতি দ্রুত বিচার দাবি জানান।
আবীরের মেজো ভাই জাকির হোসেন বলেন, ‘অন্য দেশের আইন ও বিচার বিভাগের প্রতি নাক গলায় আমেরিকা। সেই আমেরিকার মতো একটা দেশে পড়তে যাওয়া আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যায় জড়িত থাকা সন্দেহে দুজনকে আটক করে একজনকে ছেড়ে দিয়েছে।’
কোনো হয়রানি ছাড়াই আবীরের মরদেহ অতি দ্রুত ফেরত এবং আবীর হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান তিনি ও তাঁর পরিবার।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে