নড়াইল প্রতিনিধি
নড়াইলে শিক্ষক হেনস্তার দীর্ঘ ৩৬ দিন পর মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ খুলেছে। তবে কলেজে যাননি হেনস্তার শিকার হওয়া শিক্ষক। এমনকি কোনো শিক্ষার্থীও কলেজে আসেনি।
রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০-১২ জন শিক্ষক উপস্থিত হন। এদিকে ৩ শিক্ষকের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় রিপন নামে আরও এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলেজ খোলার প্রথম দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী সকাল ১০টায় মির্জাপুর কলেজে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদুল ইসলাম এবং স্থানীয় মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘দীর্ঘ বন্ধের পর আজ কলেজ খুলেছে। কলেজ কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের ফোনে খবর দিতে বলা হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই শিক্ষার্থীরা কলেজে আসবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘রোববার দুপুর ১২টার দিকে আমরা খবর পাই আজ কলেজ খুলছে এবং কলেজে যেতে হবে। তারপর আমরা কলেজে আসি।’
এদিকে এ ঘটনার পর থেকে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এখনো বাড়িতে ফেরেননি। নড়াইল শহর অথবা আশপাশে কোনো স্বজনের বাড়িতে তিনি রয়েছেন।
অধ্যক্ষ হেনস্তা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, চলতি দায়িত্ব) মো. মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় মির্জাপুর গ্রামের আফজাল শেখের ছেলে মির্জাপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র রিপন শেখ রিপুকে শনিবার (২৩ জুলাই) রাতে সিঙ্গাড়ি বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শিক্ষকদের মোটরসাইকেল পোড়ানোর সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার বয়স সাড়ে ১৬ বছর হওয়ায় রিমান্ড আবেদন করা হয়নি। এ ছাড়া মির্জাপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রায়হানের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মাহমুদুর রহমান আরও জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত এ রিমান্ড কার্যকর হবে। রোববার (২৪ জুলাই) সদর আমলি আদালতে রিমান্ড শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রিমান্ড মঞ্জুর করেন। এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছে। আসামিরা সবাই হাজতে।
মির্জাপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী বলেন, গত শনিবার রাত ৯টার পরে কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত হওয়ায় সবাই হয়তো সময় মতো জানতে পারেননি। অধ্যক্ষ কয়েক দিন ছুটিতে থাকবেন এবং তারপর কলেজে যাবেন।
নড়াইলে শিক্ষক হেনস্তার দীর্ঘ ৩৬ দিন পর মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ খুলেছে। তবে কলেজে যাননি হেনস্তার শিকার হওয়া শিক্ষক। এমনকি কোনো শিক্ষার্থীও কলেজে আসেনি।
রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০-১২ জন শিক্ষক উপস্থিত হন। এদিকে ৩ শিক্ষকের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় রিপন নামে আরও এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলেজ খোলার প্রথম দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী সকাল ১০টায় মির্জাপুর কলেজে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদুল ইসলাম এবং স্থানীয় মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘দীর্ঘ বন্ধের পর আজ কলেজ খুলেছে। কলেজ কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের ফোনে খবর দিতে বলা হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই শিক্ষার্থীরা কলেজে আসবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘রোববার দুপুর ১২টার দিকে আমরা খবর পাই আজ কলেজ খুলছে এবং কলেজে যেতে হবে। তারপর আমরা কলেজে আসি।’
এদিকে এ ঘটনার পর থেকে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এখনো বাড়িতে ফেরেননি। নড়াইল শহর অথবা আশপাশে কোনো স্বজনের বাড়িতে তিনি রয়েছেন।
অধ্যক্ষ হেনস্তা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, চলতি দায়িত্ব) মো. মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় মির্জাপুর গ্রামের আফজাল শেখের ছেলে মির্জাপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র রিপন শেখ রিপুকে শনিবার (২৩ জুলাই) রাতে সিঙ্গাড়ি বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শিক্ষকদের মোটরসাইকেল পোড়ানোর সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার বয়স সাড়ে ১৬ বছর হওয়ায় রিমান্ড আবেদন করা হয়নি। এ ছাড়া মির্জাপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রায়হানের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মাহমুদুর রহমান আরও জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত এ রিমান্ড কার্যকর হবে। রোববার (২৪ জুলাই) সদর আমলি আদালতে রিমান্ড শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রিমান্ড মঞ্জুর করেন। এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছে। আসামিরা সবাই হাজতে।
মির্জাপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী বলেন, গত শনিবার রাত ৯টার পরে কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত হওয়ায় সবাই হয়তো সময় মতো জানতে পারেননি। অধ্যক্ষ কয়েক দিন ছুটিতে থাকবেন এবং তারপর কলেজে যাবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে