Ajker Patrika

যশোরে এবার ৬৯৮টি মণ্ডপে উদ্‌যাপিত হবে শারদীয় দুর্গোৎসব

যশোর প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৫
যশোরে এবার ৬৯৮টি মণ্ডপে উদ্‌যাপিত হবে শারদীয় দুর্গোৎসব

যশোর জেলায় এ বছর ৬৯৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার ২৫টি মণ্ডপ বেড়েছে। একই সঙ্গে নির্বিঘ্নে উৎসব আয়োজনের জন্য এসব মণ্ডপে থাকবে প্রশাসনের কড়া নজরদারি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র‍্যাব, পুলিশ, আনসার এবং সাদা পোশাকেও মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

এ বিষয়ে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু বলেন, চলতি বছর যশোর জেলায় ৬৯৮টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৪৫টি, ঝিকরগাছায় ৫৫টি, শার্শায় ২৯টি, চৌগাছায় ৪৮টি, কেশবপুরে ৯৮টি, মনিরামপুরে ১০৩টি, অভয়নগরে ১২৬টি ও বাঘারপাড়া উপজেলায় ৯৪টি মণ্ডপ রয়েছে।

অসীম কুন্ডু আরও বলেন, সরকারনির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগাভাগি করার জন্য পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোর সাম্প্রদায়িক সম্প্রতির জেলা। এ জেলায় কোনো উৎসবকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। জেলা ও উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম কাজ করবে। এ ছাড়া মন্দিরের স্থানীয় কমিটির নিজস্ব গাইডলাইন মেনেই উৎসব পরিচালনা করা হবে। 

জেলা প্রশাসক আরও বলেন, `করোনা আমাদের স্বাভাবিক জীবনযাপনে অনেকটাই পরিবর্তন এনেছে। করোনায় বিভিন্ন উৎসবে কিছুটা ভাটা পড়লেও স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি মণ্ডপে পূজা-অর্চনা করতে হবে। সরকারিভাবে এখনো পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা না দিলেও প্রতিটি মণ্ডপে করোনার সব স্বাস্থ্যবিধি মানতে কমিটিকেই কাজ করতে হবে। তা ছাড়া নতুন কোনো নির্দেশনা এলে সেগুলোও মেনে চলতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত