Ajker Patrika

অভয়নগরে ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত সহকারী 

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৫
অভয়নগরে ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত সহকারী 

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে ট্রাক খাদে পড়ে চালক আব্দুর রউফ সরদার (৫০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার তালতলা পাওয়ার হাউস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চালকের সহকারী সাগর হোসেন (২০) আহত হয়েছেন। 

নিহত রউফ সরদার সাতক্ষীরার কাসেমপুর এলাকার রজব আলী সরদারের ছেলে। 

পুলিশ জানান, আজ সকাল ৬টার দিকে তালতলা পাওয়ার হাউস এলাকার কাছে মহাসড়কে খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় ট্রাকের সহকারী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিলদ্রী সুন্দর কুণ্ডু বলেন, হাসপাতালে আনার আগেই ট্রাকচালক মারা গেছেন। আহত সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা এখন ভালো। 

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত