লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার লোহাগড়া নালিশি আদালতে কাজী আল মামুন বাদী হয়ে মামলাটি করেন, পরে আদালত পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত শিক্ষকের নাম এস এম মুরাদুজ্জামান। তিনি উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামের বাসিন্দা ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক কাজী আল মামুনের চাকরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে তদবির করে স্থায়ী করে দেবেন বলে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান ২ লাখ টাকা দাবি করেন। পরে সমঝোতা মতে, প্রধান শিক্ষক তিন কিস্তিতে বাদী কাজী আল মামুনের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন।
কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও চাকরি দিতে না পারায় প্রধান শিক্ষক টাকা ফেরত দিতে সম্মত হন। টাকা না দিয়ে আজ–কাল করে ঘোরাতে থাকেন। বাদী টাকার জন্য চাপ দিলে প্রধান শিক্ষক তাঁকে খণ্ডকালীন শিক্ষক থেকে বাদ দেন এবং টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এ ঘটনায় বাদী আদালতে মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষকের কাছ থেকে আমি কোনো টাকা নেই নাই। তাঁর চাকরি স্থায়ীকরণের ব্যাপারে তাঁর সঙ্গে আমার কোনো কথাও হয়নি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক খণ্ডকালীন শিক্ষক থেকে তাঁকে বাদ দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে।’
নড়াইলের লোহাগড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার লোহাগড়া নালিশি আদালতে কাজী আল মামুন বাদী হয়ে মামলাটি করেন, পরে আদালত পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত শিক্ষকের নাম এস এম মুরাদুজ্জামান। তিনি উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামের বাসিন্দা ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক কাজী আল মামুনের চাকরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে তদবির করে স্থায়ী করে দেবেন বলে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান ২ লাখ টাকা দাবি করেন। পরে সমঝোতা মতে, প্রধান শিক্ষক তিন কিস্তিতে বাদী কাজী আল মামুনের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন।
কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও চাকরি দিতে না পারায় প্রধান শিক্ষক টাকা ফেরত দিতে সম্মত হন। টাকা না দিয়ে আজ–কাল করে ঘোরাতে থাকেন। বাদী টাকার জন্য চাপ দিলে প্রধান শিক্ষক তাঁকে খণ্ডকালীন শিক্ষক থেকে বাদ দেন এবং টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এ ঘটনায় বাদী আদালতে মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষকের কাছ থেকে আমি কোনো টাকা নেই নাই। তাঁর চাকরি স্থায়ীকরণের ব্যাপারে তাঁর সঙ্গে আমার কোনো কথাও হয়নি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক খণ্ডকালীন শিক্ষক থেকে তাঁকে বাদ দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে।’
গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতার মামলায় গ্রেপ্তার এক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) আজ রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেরাজধানী মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানের বদলির খবরের পর থানার সামনে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় কয়েকজন যুবক। আজ রোববার (২৪ আগস্ট) বিকেলে মিষ্টি বিতরণ করেন তাঁরা। এ সময় ওসির বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
২৮ মিনিট আগেযশোর পৌর পার্ক থেকে তুলে নিয়ে দুই যুবককে হত্যা ও লাশ গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে গুম হওয়া যুবক সাইদুর রহমানের বাবা সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান খোকন বাদী হয়ে মামলাটি করেন।
৩২ মিনিট আগেচট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারের ট্রেন ধরতে না পেরে রেলপথ আটকে বিক্ষোভ করেছেন একদল যাত্রী। আজ রোববার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা আজ সকালে ঢাকা থেকে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনে চট্টগ্রামে এসেছিলেন।
৩৮ মিনিট আগে