Ajker Patrika

ইবি ছাত্রলীগ সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক জয় 

ইবি প্রতিনিধি
ইবি ছাত্রলীগ সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক জয় 

আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি পদে ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক পদে নাসিম আহমেদ জয় দায়িত্ব পেয়েছেন। কমিটি বিলুপ্তির প্রায় সাত মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

আজ রোববার রাত ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ সদস্যবিশিষ্ট কমিটির তথ্য জানানো হয়। 

ফয়সাল সিদ্দিকী আরাফাত আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নাসিম আহমেদ জয় অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফয়সাল সিদ্দিকী আরাফাত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের অনুসারী। অন্যদিকে নাসিম আহমেদ জয় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইর অনুসারী। 

 ২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন—সহসভাপতি তন্ময় সাহা টনি, মো. আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মো. মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো. মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান। 

যুগ্ম সাধারণ সম্পাদক—মো. মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার। সাংগঠনিক সম্পাদক—মো. জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ, মো. হামিদুর রহমান। 

প্রসঙ্গত ২০১৯ সালের ১৪ জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ২ সদস্যবিশিষ্ট ১ বছর মেয়াদি কমিটি অনুমোদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত