Ajker Patrika

জীবননগরে রাইস মিলের ফিতায় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫: ১৬
জীবননগরে রাইস মিলের ফিতায় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাইস মিলের ফিতায় জড়িয়ে সখিরণ (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের দেহাটি-আন্দুলবাড়ীয়া আমিনীয়া দারুল উলুম কওমি মাদ্রাসাসংলগ্ন মেসার্স ভাই ভাই রাইস মিলের ফিতায় জড়িয়ে তাঁর মৃত্যু হয়। 

সখিরণ উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল মজিদের স্ত্রী। 

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৬টায় কলাইয়ের ডাল ও চালকুমড়া রাইস মিলে ভাঙানোর জন্য নিয়ে যান সখিরণ। রাইস মিলে ডাল ও চালকুমড়া ভাঙানোর সময় তিনি দেখছিলেন। এমন সময় অসাবধানবশত রাইস মিলের ফিতায় তাঁর পোশাক জড়িয়ে ঘটনাস্থলে সখিরণের মৃত্যু হয়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, শাহাপুর পুলিশ ক্যাম্পেট ইনচার্জ এসআই মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত