Ajker Patrika

চাঁদপুরে নিখোঁজ যুবকের ১২ দিন পর বেনাপোলে মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ৩৪
চাঁদপুরে নিখোঁজ যুবকের ১২ দিন পর বেনাপোলে মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে হান্নান মৃধা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বেনাপোল সীমান্তের স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে বন্দর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ চাঁদপুর থেকে এই যুবক নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, এই যুবককে হত্যা করে নির্জন এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

হান্নান মৃধা কুমিল্লার চাঁদপুর পৌরসভা এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, সকালে তারা লোকমুখে জানতে পারেন বেনাপোল বন্দরের বাইপাস সড়কে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ছোট একটি মেহগনি গাছে যুবকের মরদেহ ঝুলছে। পরে মরদেহের পকেটের টিকা কার্ড দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, যুবককে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। নির্জন স্থান হওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাইপাস সড়কে ফেলে রেখে যায়। নিহতের পরিবার যেন সুষ্ঠু বিচার পায়। 

বেনাপোল বন্দর থানার তদন্ত ওসি গোলাম রসুল জানান, নিহত ব্যক্তি ১ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার থানায় নিখোঁজের অভিযোগ করেছিল। ময়নাতদন্তে মৃত্যুর রহস্য জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত