Ajker Patrika

কোটচাঁদপুর বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৩: ১৯
কোটচাঁদপুর বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে গোলাপ মন্ডল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে উপজেলার তালিনা গ্রামে এ ঘটনা ঘটে। 

গোলাপ মন্ডল পেশায় একজন বিদ্যুৎমিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। 

প্রতিবেশী আমিরুল ইসলাম বলেন, গোলাপ মন্ডল আজ সকালে গ্রামের পাশে একটি মোটর লাগাতে যান। অসাবধানতাবশত ওই মোটরের তারে বিদ্যুতায়িত হন তিনি। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, ‘আমরা ওই যুবককে মৃত অবস্থায় পেয়েছি।’ 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষ হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত