Ajker Patrika

চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি ট্রেনের ইঞ্জিন বিকল, প্রচণ্ড গরমে দুর্ভোগ যাত্রীদের 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৬: ৩৩
চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি ট্রেনের ইঞ্জিন বিকল, প্রচণ্ড গরমে দুর্ভোগ যাত্রীদের 

চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবারও ট্রেনটি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন যাত্রীদের। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

পরে কোটচাঁদপুর থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছালে সাগরদাঁড়ি ট্রেনটি ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।

ট্রেনের এক যাত্রী আমান আলী বলেন, ‘আমি ওই ট্রেনেই রাজশাহী থেকে আসছিলাম। চুয়াডাঙ্গা পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আমি ট্রেনটি ঠিক হওয়ার অপেক্ষা করিনি। আমার বাড়ি চুয়াডাঙ্গায় হওয়ায় আমি ওখান থেকে চলে এসেছি। তবে ট্রেনের যাত্রীরা গরমে প্রচুর কষ্ট করেছে।’

ট্রেনের যাত্রী সৈকত হোসেন বলেন, ‘প্রায় তিন ঘণ্টা গরমে কষ্ট করতে হয়েছে। এখন কী আর করার, ইঞ্জিন নষ্ট হলে তো আমাদের কিছু করার নেই।’

চুয়াডাঙ্গা স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি ছেড়ে গেছে। বিকল হওয়া ইঞ্জিন চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখা হয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য ঈশ্বরদী পাঠানো হবে। ডাবল লাইন থাকায় ওই সময় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে গরমের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত