Ajker Patrika

ফকিরহাটে ভেনামী চিংড়ির নামে প্রতারণা, ভিন্ন মাছের ৩ লাখ পোনা জব্দ  

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৪: ৩৪
ফকিরহাটে ভেনামী চিংড়ির নামে প্রতারণা, ভিন্ন মাছের ৩ লাখ পোনা জব্দ  

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়তে ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় প্রায় ৩ লাখ পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

পুলিশ ও মাছচাষিরা জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রি করে আসছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মাছচাষিরা। 

আজ শনিবার সকালে উপজেলার ফলতিতা মৎস্য আড়তে এক ব্যক্তি ওই ভিন্ন মাছের পোনা বিক্রির সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ মাছচাষি ও মাছ ব্যবসায়ীরা প্রায় ৩ লাখ ভিন্ন মাছের পোনা জব্দ করেন। এ সময় মাছের পোনা বিক্রি করতে আসা ওই ব্যক্তি দ্রুত দৌড়ে একটি চলন্ত বাসে উঠে পালিয়ে যান। 

পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা ফলতিতা কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। 

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার, উপজেলা মৎস্য বিভাগের মাঠসহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাশ, পুলিশের উপপরিদর্শক সাহাবুর রহমানসহ স্থানীয় মাছচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভেনামী চিংড়ি মাছের পোনার কথা বলে ভিন্ন মাছের পোনা বিক্রি করে আসছে। এদিন ওই ব্যক্তি পোনা বিক্রি করতে এলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য বিভাগের লোকজন এসে ভিন্ন মাছের পোনা শনাক্ত করেন। এরপর তা সবার উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত